মাহাবুবুর রহমান,
বর্তমান সরকার গ্রাম আদালত ব্যবস্থাকে শক্তিশালী করে খুবই কম খরচে অল্প সময়ে দ্রুত বিচার নিশ্চিত করার লক্ষে প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত ব্যবস্থা চালু করলেও কিছু অসংগতির কারনে সেটা পুরুপুরি বাস্তবায়ন হচ্ছে না। এর মধ্যে অন্যতম হচ্ছে থানায় বিচার কার্যক্রম,গ্রামে কোন ঘটনা ঘটলে সেটা এক পক্ষ গ্রাম আদালতে আনলেও অন্যপক্ষ অসৎ উদ্দেশে থানাতে নিয়ে আসে। থানায় কোন বিচার করার নিয়ম না থাকলেও থানা থেকে উল্টো গ্রাম আদালতে ফোন করা হয় থানায় মিমাংসা করার জন্য সে কারনে গ্রাম আদালতে উপর সাধারণ মানুষের আস্থা কমে গেছে। এছাড়া মাত্র ৭৫ হাজার টাকা মূল্যমানের বিচার কার্যক্রম করার আইন থাকার কারনেও স্থানীয় শালিষ বিচার গ্রাম আদালতে করা যাচ্ছে না বলে মন্তব্য করেন জেলার বেশির ভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। ১৪ এপ্রিল বিকাল ৪ টায় কক্সবাজার হিল ডাউন সার্কিট হাউজের হলরুমে অনুষ্টিত জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করনীয় বিষয়ে বার্ষিক সমন্বয় সভায় বক্তারা এসব কথা বলেন। এতে জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা বলেণ,গ্রাম আদালতে প্রকৃত অর্থে আদালত হিসাবে স্বীকৃতি দিয়ে সেখানে কিছুটা হলেও শাস্তি প্রদানের বিধান রাখতে হবে। একই সাথে ইউনিয়ন পরিষদের মূলপ্রাণ চকিদার দফাদারদের বেতন বৃদ্ধিসহ তাদের বেতন ভাতা নিয়মিত করতে হবে। এছাড়া নোটিশ দেওয়ার পরও অনেকে গ্রাম আদালতকে অবজ্ঞা করে তাদের বিষয়ে করণীয় ঠিক করতে হবে বলে জানান বক্তারা। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমান মোল্লা,বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহকারি জজ ও জেলা লিগ্যাল এইড অফিস মৈত্রি ভট্টার্চায,পিসিও,এভিসিবি(২য় প্রকল্প) ইউএনডিপি মেবল সিলভিয়া রডরিক্স, উখিয়া উপজেলা চেয়াম্যান অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী,চকরিয়া উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী,ইউপি চেয়ারম্যানের মধ্যে বক্তব্য রাখেন ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সুলতান,লক্ষাচর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা কায়সার,ধলঘাটা ইউপি চেয়ারম্যান কামরুল হাসান,রত্না পালং ইউপি চেয়ারম্যান খায়রুল আলম চৌধুরী সহ জেলা প্রায় ৩০ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। এতে অনুষ্টান সঞ্চালন করেন ডিএফ ইউএনডিপি এ মং মারমা, উপস্থিত ছিলেন প্রকল্প সমন্নয়কারী এভিসিবি(২য় প্রকল্প) ব্লাস্ট চট্টগ্রাম বশির আহাম্মদ মনি, ভিসিএ,এভিসিবি(২য় প্রকল্প) ব্লাস্ট কক্সবাজার অলক কুমার রায়,উপজেলা সমন্নয়কারী ব্লাস্ট,কক্সবাজার সদর উপজেলা মোহাম্মদ রাসেল।
মন্তব্য করুন