মাহাবুবুর রহমান
ডিজিটাল হাজিরার আওতায় আসছে জেলার ৬৫৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। ইতি মধ্যে শহরের পৌর এলাকার বেশ কয়েকটি স্কুলে স্থাপন হয়ে গেছে ডিজিটাল হাজিরা মেশিন। ২২ জুলাই বেলা ১১ টায় শহরের অন্যতম প্রাচীন স্কুল টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিনের উদ্বোধন করেন সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ নুরুল আমিন ও উক্ত স্কুল পরিচালনা কমিটির সহ সভাপতি সাংবাদিক মাহাবুবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন প্রত্যাশা গ্রুপের চেয়ারম্যান মোঃ নাজমুল ইসলাম চৌধুরী ও ব্যবস্থাপনা পরিচালক রেজাউল হক। টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল হক সহ সহকারী শিক্ষক বৃন্ধ। এ সময় কর্মকর্তারা বলেন,মাননীয় প্রধানমন্ত্রী একান্ত আগ্রহে সারা দেশে প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা মেশিন বসবে। এতে শিক্ষকদের নিয়ম এবং সময়ের মধ্যে স্কুলে উপস্থিতি এবং প্রস্থান সহ সব কিছু কেন্দ্র থেকে এবং কম্পিউটারের মধ্যে দিয়ে পর্যবেক্ষন করা হবে। এতে প্রাথমিক শিক্ষার মান বাড়বে এবং শিক্ষকদের আন্তরিকতা বাড়বে। এর মধ্যে সত্যিকার অর্থে ডিজিটাল বাংলাদেশ হয়ে উঠবে। চলতি মাসের মধ্যে জেলার সব স্কুলে ডিজিটাল হাজিার মেশিন বসবে বলে জানান প্রত্যাশা সংস্থার কর্মকর্তারা।
মন্তব্য করুন