কক্সঃ৭১ রিপোর্ট
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কক্সবাজার সদর উপজেলা আন্তঃ ইউনিয়ন পর্যায়ে ফুটবল খেলার উদ্বোধন হয়েছে। এতে উদ্বোধনী খেলায় ট্রাবেকারে প্রথমবারের মত পিএমখালী ইউনিয়নের কাছে ধরাশায়ী হয়েছে ফেভারিট ঝিলংজা। খেলার শুরুতে ২৫ মিনিটে ঝিলংজা ইউনিয়নের পক্ষে ২ নং জার্সিধারী নুরুল হক কর্ণার থেকে সহজে গোল করে দলকে এগিয়ে নিলে বেশিক্ষন টিকে থাকতে পারেনি দলটি। খেলার ৩১ মিনিটের মাথায় পিএমখারীর পক্ষে ১৪ নং জার্সিধারী কায়সার বল ঝিলংজার জালে জড়িয়ে খেলায় সমতা আনে। এর পরে নির্ধারিত ৯০ মিনিটে আর কোন গোল না হলে খেলা গড়ায় ট্রাইবেকার। এতে ৪-২ গোলে জয় পায় পিএমখালী ইউনিয়ন। ৫ সেপ্টেম্বর বিকালে কক্সবাজার বীর শ্রেষ্ট রুহুল আমীন ষ্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল,সদর থানার অফিসার ইনচার্জ ফরিদ উদ্দিন খন্দকার,এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু,সদর থানার ওসি তদন্ত খায়রুজ্জামান,সদর উপজেলা ভাইস চেয়ারম্যান রশিদ মিয়া,পিএমখালী ইউপি চেয়ারম্যান মাস্টার আবদুর রহিম,ঝিলংজা ইউপি চেয়ারম্যান টিপু সুলতান,জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি জসিম উদ্দিন,যুগ্ন সম্পাদক হারুনুর রশিদ,সদর উপজেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাছির উদ্দিন,যুগ্ন সম্পাদক খালেদ আজম বিপ্লব,সদস্য মোহাম্মদ খালেদ,মোহাম্মদ হানিফ,সিরাজুল ইসলাম করিম। অনুষ্টান পরিচালনা করেন পৌর কাউন্সিলার ও জেলা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হেলাল উদ্দিন কবির। এতে উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা বৃন্ধ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন