শিরোনাম :
কক্সবাজারে মানবপাচার চক্রের ৪ সদস্য আটক : উদ্ধার ৭ বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল : চ্যাম্পিয়ন মহেশখালী রানারআপ চকরিয়া বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাংবাদিক মাহীকে ভুল চিকিৎসা: তত্ত্ববধায়ক মোমিনকে বদলি, তিন সদস্য কমিটি গঠন জেলা সদর হাসপাতালের তত্ত¡বধায়ক ডা: মুমিনের বদলী নতুন আসছেন ডা:মং টিংঞো ৩ কোটি টাকার অবৈধ সম্পদ : ঘোনারপাড়ার নির্মল ধরের বিরুদ্ধে দুদকের মামলা কক্সবাজারে নকল কোর্ট ফি বিক্রি চক্রের ২ জন আটক রোহিঙ্গাদের প্রতিরোধে স্থানীয়দের সর্বাত্মক ভাবে এগিয়ে আসতে হবে সিরাজ আহমদ নাজিরের ২০ তম মৃত্যু বার্ষিকী কক্সবাজার ৩ আসনে প্রার্থী হিসাবে ঘোষনা দিলেন আতিক উদ্দিন চৌধুরী

টেকনাফে জন্মসনদ জালিয়াতির অভিযোগে উদ্যোক্তাসহ দুইজন আটক

রির্পোটার:
  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, সেপ্টেম্বর ১৮, ২০১৯
  • 210 বার সংবাদটি পড়া হয়েছে

 

টেকনাফ সংবাদদাতা
টেকনাফে জন্মনিবন্ধন সনদ জালিয়াতির অভিযোগে উদ্যোক্তাসহ দুজনকে আটক করা হয়েছে। জন্মসনদ জালিয়াতির অভিযোগে গতকাল সন্ধ্যায় তাদেরকে থানা পুলিশের কাছে সোপর্দ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল মনসুর।
আটককৃতরা হলেন- টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা পিকলু দত্ত ও হোটেল দ্বীপ প্লাজার জাবেদ কম্পিউটার এর স্বত্তাধিকারী মোহাম্মদ জাবেদ।
জানা যায়, রাখাইনে নির্যাতিত রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিলে ২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে সরকার কক্সবাজার জেলায় জন্মনিবন্ধন সনদ প্রক্রিয়া বন্ধ করে দেন। এ সুযোগে একটি জালিয়াতি চক্র মোটা অংকের টাকার বিনিময়ে অন্যান্য জেলার কোড ব্যবহার করে স্থানীয় ও রোহিঙ্গাদের মাঝে জালিয়াতির মাধ্যমে জন্মনিবন্ধন সনদ প্রদান করে আসছে। অবশেষে গতকাল স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল মনসুর এর নেতৃত্বে জন্মনিবন্ধন সনদ জালিয়াতি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করে পুলিশে সোপর্দ করা হয়।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের সচিব মো. সরওয়ার কামাল বলেন- রোহিঙ্গাদের কারণে সরকার প্রায় দুই বছর যাবত কক্সবাজার জেলায় জন্মনিবন্ধন সনদ তৈরীর সার্ভার বন্ধ রাখায় অন্য জেলার কোড ব্যবহার করে একটি চক্র স্থানীয় ও রোহিঙ্গাদের কাছ থেকে মোটা অংকের টাকার বিনিময়ে জালিয়াতি করে জন্মনিবন্ধন সনদ তৈরী করে দেওয়ার অভিযোগ রয়েছে। স্থানীয় জনৈক ব্যক্তিকে জালিয়াতি করে জন্মনিবন্ধন সনদ তৈরী করে দেওয়ার অভিযোগের প্রেক্ষিতে কম্পিউটারের দোকানদার জাবেদকে গ্রেফতার করলে সে সদর ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা পিকলু দত্তের নাম বলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে পুলিশ হেফাজতে রেখেছে বলে জানতে পারি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আবুল মনসুর বলেন, জন্মনিবন্ধন সনদ জালিয়াতির অভিযোগে দুইজনকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিষয়ে আরো সংবাদ দেখুন
© All rights reserved © 2021 cox71.com
Developed by WebArt IT