শিরোনাম :
বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল : চ্যাম্পিয়ন মহেশখালী রানারআপ চকরিয়া বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাংবাদিক মাহীকে ভুল চিকিৎসা: তত্ত্ববধায়ক মোমিনকে বদলি, তিন সদস্য কমিটি গঠন জেলা সদর হাসপাতালের তত্ত¡বধায়ক ডা: মুমিনের বদলী নতুন আসছেন ডা:মং টিংঞো ৩ কোটি টাকার অবৈধ সম্পদ : ঘোনারপাড়ার নির্মল ধরের বিরুদ্ধে দুদকের মামলা কক্সবাজারে নকল কোর্ট ফি বিক্রি চক্রের ২ জন আটক রোহিঙ্গাদের প্রতিরোধে স্থানীয়দের সর্বাত্মক ভাবে এগিয়ে আসতে হবে সিরাজ আহমদ নাজিরের ২০ তম মৃত্যু বার্ষিকী কক্সবাজার ৩ আসনে প্রার্থী হিসাবে ঘোষনা দিলেন আতিক উদ্দিন চৌধুরী খুরুশকুল ফকির পাড়ায় জমি দখলের উদ্দেশ্যে বসতবাড়ীতে হামলা : আহত ৩

জেলা সদর হাসপাতালের তত্ত¡বধায়ক ডা: মুমিনের বদলী নতুন আসছেন ডা:মং টিংঞো

রির্পোটার:
  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, সেপ্টেম্বর ১৩, ২০২৩
  • 96 বার সংবাদটি পড়া হয়েছে

কক্স৭১
কক্সবাজার জেলা সদর হাসপাতালের তত্ত¡বধায়ক ডা: মুমিনুর রহমানকে বদলী করা হয়েছে। তার স্থলে কক্সবাজার ২৫০ শয্য জেনারেল হাসপাতালের নতুন তত্ত¡বধায়ক হিসাবে ডাঃ মং টিংঞো কে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ৫ কর্ম দিবসের মধ্যে জেলা হাসপাতালের বর্তমান তত্ত¦বধায়ক ডাঃ মুমিনুর রহমানকে আইপিএইচ এর সহকারী পরিচালক মহাখালী ঢাকাতে যোগদান করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের ১৩ সেপ্টেম্বর স্বারক ১৪৮.১৯০০৬.২২.৬১২ নং পত্রতে সিনিয়র সহকারী সচিব মো: আলমগীর কবির স্বাক্ষরিত এক পত্র থেকে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
এদিকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে যোগদানের পর থেকে বর্তমান তত্বাবধায় ডাঃ মুমিনুর রহমান অনিয়ম দূর্নীতির একটি বড় সিন্ডিকেট গড়ে তুলেছিল। হাসপাতালে কর্মরত এনজিওদের কাছ থেকে বিভিন্ন ভুয়া প্রকল্প এবং স্টাফ দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ,কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে বেতন এবং অন্যান্য বাবদ মাসিক মাসোহারা আদায়,যন্ত্রপাতী নষ্ট না হলেও তা মেরামত এবং আনুষাঙ্গিক খরচ দেখিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ.নারী কর্মচারীদের সাথে বিভিন্ন অনৈতিক সম্পর্ক সহ হাসপাতালের অসংখ্য মালামাল গোপনে বিক্রি সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। সর্বশেষ হাসপাতালের সামনে সামান্য পান এবং ফল বিক্রেতাদের কাছ থেকে দৈনিক টাকা নেওয়ার সংবাদ শিরুনাম হয়েছিল অনেকবার। তার এই অপকর্মে জেলা সদর হাসপাতালের আরেক পরিচালক এবং আরএমও সহ সবাই সিন্ডিকেট করে ২ বছরে অন্তত ২০ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে জানান সংশ্লিষ্ঠরা। এছাড়া কক্সবাজারের এক সাংবাদিক চিকিৎসানিতে গিয়ে তার অপারেশনের জন্য ভুল এনেসথেসিয়া দিয়ে তাকে পঙ্গুত্য বরণ করার দ্বায়ে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে দায়িত্ব অবহেলার অভিযোগ। এদিকে ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় দূর্নীতিবাজ তত্ত¡বধায়কের বদলী আদেশের খবর শুনে অনেক জুনিয়ার কর্মচারীরা নিজেদের মধ্যে মিস্টি বিতরণ করতে দেখা গেছে।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিষয়ে আরো সংবাদ দেখুন
© All rights reserved © 2021 cox71.com
Developed by WebArt IT