কক্সাবজার রিপোর্ট
কক্সবাজার ইসলামিক ফাউন্ডেশনের উদ্দোগে জেলা পর্যায়ের ইমাম সম্মেলন ২০১৮-১৯ সম্পন্ন হয়েছে। ১৮ এপ্রিল সকাল ৯ টা থেকে শুরু হওয়া এই সম্মেলন চলে বিকাল ৩ টা পর্যন্ত। জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্টিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদুর রহমান মোল্লা। এ সময় তিনি বলেণ,ইসলামিক ফাউন্ডেশন এখন ইমামদের শুধু কর্মসংস্থান নয় তাদের মর্যাদাকে আরো বেশি প্রতিষ্টিত করার জন্য কাজ করছে। বিশেষ করে ইমামদের কর্মসংস্থান করার জন্য খামার করা সহ আরো বেশ কিছু প্রকল্প হাতে নিয়েছে। এতে সমাজে ইমামরা আরে বেশি উন্নয়ন মূলক কর্মকান্ডে ভূমিকা রাখছে। ইফা উপ-পরিচালক ফাহমিদা বেগমের সভাপতিত্বে অনুষ্টিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সহকারি পরিচালক সরওয়ার আকবর,অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সফিউল আলম,মাদ্রাসা এ তৈয়বিয়ার অধ্যক্ষ শাহাদাত হোসেন,জেলা আওয়ামীগের ধর্ম বিষয়ক সম্পাদক ড.নুরুল আবছার।জেলা প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সমিতির সভাপতি সিরাজুল ইসলাম সিদ্দিকি ও সাধারণ সম্পাদক ছালাউদ্দিন মোঃ তারেক। সম্মেলনে জেলার ৩ জন শ্রেষ্ট ইমাম ও ৩ জন খামারী ইমাম নির্বাচন করা হয়। নির্বাচিত ইমামগন ২৯ এপ্রিল চট্টগ্রামে অনুষ্টিত বিভাগীয় সম্মেলনে অংশ গ্রহন করবে।
মন্তব্য করুন