কক্সবাজার রিপোর্ট
কক্সবাজারের সু-পরিচিত চিকিৎসক ডাঃ আবদুন নুর বুলবুল ইন্তেকাল করেছেন। ৮ এপ্রিল সকাল সাড়ে ৮ টার দিকে উনার হঠাৎ করে বুকে ব্যাথা অনুভব করে মাটিতে লুটিয়ে পড়ে পরে তাৎক্ষনিক তাতে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। মৃত্যকালে ডাঃ আবদুন নুর বুলবুলের বয়স হয়েছিল ৬০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ডাঃ সামাউন নুর সাজিদ ৩ মেয়ে বড় মেয়ে বর্তমানে প্রবাসী,দ্বিতীয় মেয়ে ডাঃ সাবরিনা নুর কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার,ছোট মেয়ে অর্নাসের শিক্ষার্থী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। পরে উনার মৃত দেহ শহরের টেকপাড়াস্থ নিজ বাসভবনে নেওয়া হয়। পরে বাদ আসর কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে উনার প্রথম জানাযা অনুষ্টিত হয়। এতে সৃতি চারণকরেন কক্সবাজার স্বরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান,জেলা বিএমএ সাধারণ সম্পাদক ডাঃ মাহাবুবুর রহমান প্রমুখ। মরহুমের একমাত্র ছেলে ডাঃ সাজিদ জানান এশার নামাজের পরে উনার নিজ গ্রাম রামু উপজেলার জোয়ারিয়া নালা এইচ এম সাচী উচ্চ বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। এদিকে রামু জোয়ারিয়া নালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, জেলা বিএমএর কোষাধ্যক্ষ,এবং বর্তমান আর আর আর সি অফিসের সিনিয়র মেডিকেল অফিসার ডাঃ আবদুন নুর বুলবুলের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। উল্লেখ্য ডাঃ আবদুন নুর বুলবুল এবং উনার স্ত্রী ডাঃ শামীমা আরা নুর শহরের পান বাজার সড়কে ডক্টরস কেয়ার নামক একটি প্রতিষ্টানে দীর্ঘ কয়েক বছর খুব সল্প মূল্যে রোগিদের সেবা দিয়ে সর্বস্তরের সাধারণ মানুষের মন জয় করেছিলেন।
মন্তব্য করুন