শিরোনাম :
৩ বছর ধরে কাজ ফেলে পালিয়েছে ঠিকাদার : পড়ে আছে প্রিপ্যার‌্যাটরী উচ্চ বিদ্যালয় ভবন কক্সবাজার স্কুল ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন কলাতলী মোড়ে বসবে বঙ্গবন্ধুর ভাস্কর্য কোথায় হারালেন সেই ইমরান এইচ সরকার ? রামুতে সুফল প্রকল্পের চেক বিতরণ করলেন উপমন্ত্রী হাবিবুন নাহার মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবীতে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান রোহিঙ্গা ক্যাম্পে আগুন পরিকল্পিত, নেপথ্যে আধিপত্য বিস্তার মাদক মামলা নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনাল হবে : জেলা জজ উখিয়ায় রোহিঙ্গা মাঝিকে গুলি করে,কুপিয়ে হত্যা করেছে রোহিঙ্গারা ভিসা দুর্নীতির অভিযোগে ঢাকা দূতাবাসের ২ কর্মকর্তাকে গ্রেফতার করল সৌদি

জেমি ডে’র বকেয়া মেটাতে ব্যাংক লোন!

রির্পোটার:
  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, ফেব্রুয়ারী ৬, ২০২৩
  • 69 বার সংবাদটি পড়া হয়েছে

কক্স৭১
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক ইংলিশ কোচ জেমি ডে’র বকেয়া বেতন পরিশোধ না করে বিপাকে পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। এখন তারা ব্যাংক লোনের দ্বারস্থ হচ্ছে। এদিকে আজ ফুটবল পাড়ায় ছড়িয়ে পড়ে এই ইস্যুতে ফিফার অনুদান বন্ধ হয়ে যাওয়ার গুঞ্জন। দিন শেষে অবশ্য এই গুঞ্জন উড়িয়ে দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে বাফুফে।
জেমি ডে জাতীয় দলের দায়িত্বে ছিলেন তিন বছর। ২০১৮ সালে দায়িত্ব নিয়েছিলেন এই কোচ। যদিও তার বিদায়টা সুখকর হয়নি। চুক্তির মেয়াদ থাকাবস্থায় তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠায় বাফুফে। ২০২১ সাফ চ্যাম্পিয়নশিপের আগে তার জায়গায় দলের দায়িত্ব দেওয়া হয় বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজনকে। এরপর শ্রীলঙ্কায় চারজাতি আসরেও বাংলাদেশের দায়িত্ব পালন করেন আবাহনীর পর্তুগিজ কোচ মারিও লেমস।
এ সব কিছুই নিজ দেশে বসে দেখেছেন জেমি। পরবর্তীতে তাকে আর ফেরানো হয়নি দায়িত্ব। একই সঙ্গে তার বকেয়া বেতনও মেটায়নি। বাধ্য হয়েই এই কোচ ফিফার কাছে নালিশ করে। ফলশ্রুতিতে ফিফার প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি ২০২২ সালের ২৭ ডিসেম্বরের মধ্যে জেমির বকেয়া বেতন ৮৬ হাজার মার্কিন ডলার পরিশোধ করার নির্দেশ দেয় বাফুফেকে। তবে বাফুফে সেই নির্দেশনা মানেনি। ফলে হুহু করে বাড়তে থাকে সেই অঙ্কের সুদ।
ইংল্যান্ড থেকে আজ জেমি ডে বলেন, ‘বাফুফে আমাদের মধ্যে যে চুক্তি ছিল সেটা ভঙ্গ করে আমার বকেয়া পরিশোধ করেনি। ফিফার একটা ডেডলাইন ছিল পাওনা পরিশোধের। এই রায়ের বিরুদ্ধে বাফুফে কোর্ট অব আরবিট্রাশন ফর স্পোর্টসে আপিলও করেনি, আবার ফিফার নির্দেশনা মেনে পাওনাও পরিশোধ করেনি। এ সব কারণে যতটা জানি ফিফার বাফুফের উন্নয়ন বরাদ্দ স্থগিত করে দিয়েছে। আমি অবাক হচ্ছি যে বাফুফের কর্তারা কেবল আমার পাওনা পরিশোধ করেনি, দেশের ফুটবল উন্নয়নকেই থমকে দেয়ার মতো সিদ্ধান্ত নিয়েছে। এটা লজ্জার যে বাফুফের কর্তারা ফিফার শতভাগ অনুদান না পাওয়ার ব্যবস্থাই করেছে। আমি আশা করবো বাফুফে দ্রুতই বিষয়টি সমাধান করবে। তাতে দু’পক্ষই ভবিষ্যতে দৃষ্টি দিতে পারবে।’বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ অবশ্য ফিফার অনুদান বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। তবে জেমির পাওনা পরিশোধে ব্যাংক লোন নেওয়ার ব্যাপারটি স্বীকার করেছেন, ‘গত মাসেও আমরা সঠিক নিয়মেই ফিফার অনুমোদন পেয়েছি। এটা ভিত্তিহীন কথা। জেমি আমাদের কাছে বেতন বাবদ ৮৬ হাজার মার্কিন ডলার পাবে। এর সঙ্গে হয়তো কিছু সুদ যোগ হবে। এটা মেটাতে হলে হয়তো আমাদের কিছু ব্যাংক লোন নিতে হতে পারে। তবে বিষয়টি আমরা দ্রুতই নিস্পত্তি করার জন্য কাজ করছি।’

নিউজটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।

এই বিষয়ে আরো সংবাদ দেখুন
© All rights reserved © 2021 cox71.com
Developed by WebArt IT