এম আবুহেনা সাগর,ঈদগাঁও
মরহুম মাওলানা জসিম উল্লাহ মিয়াজীর নামাজে জানাজা ১৭ আগস্ট সকাল ১১টায় সদরের জালালাবাদের পূর্ব ফরাজীপাড়াস্থ টি.কে ব্রিক ফিল্ড মাঠে অনুষ্ঠিত হয়েছে। এই নামাজে জানাজায় শোকার্ত মানুষের ঢল নেমেছে। জানাজার পূর্বে বক্তব্যে স্মৃতিচারণ করতে গিয়ে অনেকে আবেগাপ্লুত হয়ে পড়ে। জানাযায় রাজনীতিবিদ,সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বশ্রেনী পেশার বিপুল সংখ্যক লোকজন অংশ নেন।
প্রসঙ্গত,১৬ আগস্ট বাড়ির পার্শ্ববর্তী মিয়াজী পাড়া জামে মসজিদের খতীবের অনুপস্থিতির কারণে খুতবা দিতে প্রস্তুতি নেন জসিম উল্লাহ মিয়াজী। যথারীতি খুতবা দিতে মিম্বরে উঠার পরপরই তার হাত থেকে খুতবার কিতাব পড়ে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তিনি ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারন সম্পাদকসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্টানের পরিচালনা কমিটির দায়িত্বে নিয়ো জিত ছিলেন। ব্যক্তিগতভাবে শিক্ষানুরাগী এবং দানবীর ছিলেন তিনি। তার বাড়ি জালালাবাদের মিয়াজিপাড়ায় হলেও স্বপরিবারে কক্সবাজার শহরের বসবাস করতেন।
মন্তব্য করুন