নিজস্ব প্রতিবেদক
ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা থেকে কক্সবাজার শহরের বৈদ্যঘানা এলাকার বাসিন্দা বাদশা মিয়া কবিরাজের ছেলে শহরের চিহ্নিত ইয়াবা ব্যবসায়ি ও গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।নিহত যুবক রফিকুল ইসলাম,সে শহরের বইল্লা পাড়ার বাদশাহ মিয়ার পুত্র বলে সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে,১৬ জুন রবিবার সকাল ১০টার দিকে পথচারীরা ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা নামক স্থানে এ লাশটি পড়ে থাকতে দেখে। পরে ঈদগাঁও পুলিশকে খবর দিলে যুবকের লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে প্রেরন করে।
এদিকে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামানের সাথে কথা হলে তিনি চট্রগ্রামে
ডিউটিতে রয়েছেন বলে জানান। তবে তিনি এই বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি।
অপরদিকে দায়িত্বে থাকা এসআই আবু বক্কব ছিদ্দিক লাশ উদ্বারের সত্যতা নিশ্চিত করে বলেন,অজ্ঞাত হিসেবে লাশটি মর্গে প্রেরন করা হয়েছে। তবে নাম টিকানা এখনো পায়নি।
মন্তব্য করুন