কক্সঃ৭১ রিপোর্ট
কক্সবাজারের রামু উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনিশিক্ষা প্রতিষ্টান আল-জামিয়া আল-ইসলামিয়া দারুল উলূম চাকমারকুল। চাকমারকুল বড় মাদ্রাসার অভিবাবক সম্মেলন ও বার্ষিক পুরুষ্কার বিতরণী অনুষ্টান সম্পন্ন হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ অভিবাবক শিক্ষার্থীদের উপস্থিতিতে এ অনুষ্টান হয় চাকমারকুল মাদ্রাসায়। এতে বক্তারা বলেন,চাকমারকুল মাদ্রাসা দীর্ষ ৭২ বছর ধরে কক্সবাজার সহ বৃহত্তর চট্টগ্রামে দ্বীনিশিক্ষার আলো ছড়াচ্ছে। এর ফলে এখনো ইসলামের বাগান ফুলে ফুলে শুরভিত হচ্ছে। তাই এই প্রতিষ্টানকে সবার সহযোগিতা করে আরো সামনের দিকে এগিয়ে নিতে হবে। এলাকার মানুষের দাবী পুরু পৃথীবিতে যখন ইসলাম এবং মুসলিমরা আঘাতপ্রাপ্ত হচ্ছে তখনি এর একটি ইসলামিক প্রতিষ্টান নিয়ে নানা মুখি ষড়যন্ত্র মোটেও কাম্যনয়। কোন ভুলভ্রান্তি হলে নিজেদের উদ্দোগে সেটা সমাধান করে নিয়ে প্রতিষ্টানের স্বার্থে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান। ৬ আগষ্ট সকাল ১০ টা থেকে শুরু হওয়া অনুষ্টানে সভাপতিত্ব করেন চাকমারকুল বড় মাদ্রাসার মুহতামিম মাওলানা সিরাজুল ইসলাম সিকদার। এতে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন চাকমারকুল ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার,এলাকার বিশিষ্ট ব্যবসায়ি নুরুল আলম,নাছির উদ্দিন, মুহাদ্দিস হারুন আরশাদ, মুফতি কামাল হোসেন,মুহাদ্দিস মাওলানা ফিরোজ আহামদ,মুহাদ্দিস মাওলানা ইয়াকুব,মাওলানা সোলাইমান,মুফতি হাবিব উল্লাহ,মাওলানা আবদুর রাজ্জাক,মাওলানা হারুন উর রশিদ,নুরুল আমিন সিকদার সার্বিক অনুষ্টান সঞ্চালন করেন মৌলানা নিয়ামত উল্লাহ।সার্বিক সহযোগিতা করেন মুফতি মিজানুর রহমান,আজিজুুর রহমান,নুরুল আমিন,নুরুল হক,মিনহাজ উদ্দিন,ক্বারী তৈয়ব,ক্বারী ছাদেক,মাস্টার আবুল কালাম,মাওলানা ছলিম,আবদুর রঊফ,হাফেজ ছৈয়দ করিম,হাফেজ মুসলিম ইকবাল,আবু বক্কর ছিদ্দিক,আবদুর রহমান,আনোয়ারুল হক প্রমুখ। পরে মাদ্রাসার বিভিন্ন বিভাগের ৪৮ জন সফলকাম ছাত্রছাত্রীদের হাতে পুরুস্কার তুলে দেন অতিথিরা।
মন্তব্য করুন