চকরিয়াপ্রতিনিধি
বিশ্বব্যাংক ও এমজিএসপি প্রকল্পের প্রতিনিধি দলের সাথে কক্সবাজারের চকরিয়া পৌরসভার এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে চকরিয়া পৌরসভার হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী। এর আগে বিশ্বব্যাংক ও এমজিএসপি প্রতিনিধিদের পৌরসভার পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় চকরিয়া পৌরসভার বিভিন্ন চলমান উন্নয়নমুলক কর্মকান্ডের খোঁজ খবর নেন এবং ভবিষ্যৎ করনীয় সম্পর্কে বিশদ আলোচনা হয়।
এতে উপস্থিত ছিলেন- বিশ্বব্যাংকের ট্রাস্ট টিম লিডার কোবেনার, এমজিএসপি প্রকল্পের পিডি শেখ মোজাক্কেও জাহির, বিশ্বব্যাংকের প্রকৗশলী শিয়াব, এমজিএসপি’র প্রকৌশলী আশফাকুল জলিল, চকরিয়া পৌরসভার প্যানেল মেয়র বশিরুল আইয়ুব, সচিব মাসউদ মোরশেদ, পৌরসভার কাউন্সিলর মছুদুল হক মধু, ফোরকানুল ইসলাম, রেজাউল করিম, মুজিবুল হক, রাজিয়া সুলতানা খুকুমণি, আঞ্জুমান আরা, পৌরসভার প্রকৌশলী মৃনাল কান্তি ধর, এমজিএসপি’র প্রকৌশলী মাহবুবুর রহমানসহ প্রমুখ। ##
মন্তব্য করুন