নিজস্ব প্রতিনিধি,চকরিয়া
কক্সবাজারের চকরিয়ায় সৌদিয়া বাসের ধাক্কায় পিকআপ গাড়ীর হেলপার নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপর সাড়ে ১২ টার সময় চট্টগ্রাম -কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী নতুন মসজিদ নামক এলাকায় সড়কে এ দূর্ঘটনা ঘটে ।
নিহতের নাম মো.ফয়সাল (৩২) সে চট্টগ্রাম-লোহাগাড়া উপজেলার রশিদনগর এলাকার মো.হোসনের পুত্র এবং ওই পিকআপ গাড়ীর হেলপার।।
মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. আলমগীর হোসেন বলেন, কক্সবাজার থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবনের একটি বাস সিগারেট কোম্পানির আপর একটি পিকআপকে ধাক্কা দেয়। এতে ঘটনা¯’লেই পিকআপের হেলপার নিহত হন।
মো. আলমগীর আরো জানান, নিহত হেলপার ফয়সালের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে । মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে । দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপ উদ্ধার করে আটকে রাখা হয়েছে।
মন্তব্য করুন