চকরিয়া প্রতিনিধি.
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে রবিবার দুপুরে কনের বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা তথ্য কর্মকর্তা মাসুদা আক্তার। আগামীকাল সোমবার (২ সেপ্টেম্বর) বর কনে দু’পক্ষের মধ্যে পারিবারিকভাবে সিদ্ধান্ত হয়েছিল বাল্যবিয়ে অনুষ্ঠানের। বিয়ের অনুষ্ঠানকে সামনে রেখে ইতিমধ্যে দু’পক্ষ শেষ করেছে সকল প্রস্তুতি। রবিবার (১সেপ্টেম্বর) রাতে বর এবং কনের বাড়িতে আয়োজন চলছিল মেহেদী অনুষ্ঠানের। বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার পর এসময় দু’পক্ষের অভিভাবকদের ইউএনও কার্যালয়ে নিয়ে এসে আর বাল্যবিয়ে দিবেনা মর্মে মুচলেকা নিয়ে পরে তাদের ছেড়ে দেয়া হয়। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
চকরিয়া উপজেলা তথ্য কর্মকর্তা মাসুদা আক্তার বলেন, রবিবার সকালে গোপন সূত্রে খবর আসে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের উত্তর ঘুনিয়া এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেনের মেয়ে ও দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে ছাত্রীর সাথে সোমবার (২ সেপ্টেম্বর) বাল্যবিয়ের হতে যাচ্ছে একই এলাকার বদিউল আলমের ছেলে মোহাম্মদ সাগরের সাথে। বিয়ের অনুষ্ঠানকে সামনে রেখে দু’পক্ষ সকল প্রস্তুতি শেষ করার পর আজ রবিবার (১ সেপ্টেম্বর) রাতে বর এবং কনের বাড়িতে আয়োজন চলছিল মেহেদী অনুষ্ঠানের। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান স্যারকে জানালে তিনি আমাকে ঘটনাস্থলে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করার নির্দেশ দেন। ##
মন্তব্য করুন