আবদুল করিম বিটু,
কক্সবাজারের চকরিয়ায় চেক জালিয়াতি করে টাকা উত্তোলনের সময় দুই প্রতারককে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর গ্রামীণ ব্যাংক বরইতলী চকরিয়া শাখায় সেলিনা আক্তার নামে এক গ্রাহকের দুই লক্ষ টাকা চেক মোঃআলম নামিয় এক ব্যাক্তি উত্তোলনের জন্য জমা দেন,শাখার সীলের তারতম্য দেখে সন্দেহ হলে সিনিয়র অফিসার প্রনব কুমার নাথ গ্রাহক সেলিনাকে ফোন করলে উনি এই নামের কাউকে চেক দেননি বলে জানান।তাৎক্ষণিক বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগতপূর্ব আসামী মোঃ আলম ওরফে জিয়াউর রহমানকে অফিসে বসিয়ে রেখে হারবাং পুলিশ পাঁড়িতে খবর দিলে এসআই খায়ের সংঙ্গীয় পুলিশ দল আসামীকে গ্রেফতার করে চকরিয়া থানায় সোপর্দ করেন। এই বিষয়ে হারবাং পুলিশ পাঁড়ীর ইনচার্জ আমিনুল ইসলাম বলেন-আসামী খুবই দূর্তপ্রকৃতি লোক,তার জবানবন্দি অনুয়ায়ী আমরা পিয়ন ইউনুসকে গ্রেফতার করি। সে এর আগেও ভুয়া চেক দেখিয়ে বিভিন্ন শাখা থেকে আজিজ নগর শাখার পিয়ন ইউনুসের সহায়তায় ভিন্ন ভিন্ন চেক ভাঙ্গিয়ে বিপুল অর্থ তুলে ভাগ ভাটোয়ারা করে। ইউনুছ গ্রামীণ ব্যাংক যোনাল অফিস কক্সবাজারে চাকরিরত অবস্থায় ১৩ টি চেক বই চুরি করে নিজ হেফাজতে রাখে, তারা বিভিন্ন গ্রাহককে মিথ্যা বলে গ্রাহকের কাছ থেকে গ্রাহকের একাউন্টের তথ্য জেনে নিয়ে চোরাইকৃত চেক দিয়ে টাকা তুলে নিত। পুলিশ তাদের কাছ থেকে ১৩ টি ননইস্যু চেক বই,সীল,মোবাইল ও সীম উদ্ধার করে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন আসামীদের বিরুদ্ধে প্রতারনা মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে।
মন্তব্য করুন