চকরিয়া প্রতিনিধি :
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছড়ারকুল পাড়া এলাকায় ছড়া সংলগ্ন (খাস জমি) দীর্ঘদিনের খেলার মাঠটি দখল করে নেয়ার চেষ্টা চালিয়েছে একটি ভূমিদস্যু চক্র। গতকাল শনিবার ভোরে সশস্ত্র লম্বা দা, কিরিচ, কোদাল নিয়ে ইউনিয়নের পাশ্ববর্তী খন্দকার পাড়া এলাকার শিব্বির আহমদ ও তার ভাই বশির আহমদের পুত্র গিয়াস উদ্দিন নেতৃত্বে ভাড়াটিয়া ২০/২৫ জন দূর্বৃত্ত খেলার মাঠটি দলের নেয়ার চেষ্টা চালায়। এনিয়ে স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা দেখা দিলে স্থানীয় চেয়ারম্যানের দ্রুত হস্তক্ষেপে বড় ধরণের ঘটনা থেকে দু’পক্ষ রক্ষা ফেলেও যে কোন মুহুর্তে বড় ধরণের ঘটনা ঘটার সম্ভবনা রয়েছে ।
স্থানীয় লোকজন জানায়, ইউনিয়নের ফাঁসিয়াখালী ছড়ার একটি বাঁকে চরে দীর্ঘ ১৫ বছর ধরে স্থানীয় ছেলেরা ফুটবল, ক্রিকেটসহ নানা ক্রীড়া অনুষ্ঠান করে থাকে। এ জায়গাটি লোভ পড়ে স্থানীয় প্রভাবশালী শিব্বির আহমদ ও তার ভাই বশির আহমদের পুত্র গিয়াস উদ্দিনের। তারা গতকাল ভোর রাতে বেশ কিছু লোক দিয়ে খেলার মাঠটি খুড়ে এক প্রকার দখলে নেয়ার চেষ্টা করে। এনিয়ে স্থানীয় লোকজনের মাঝে চরম উত্তেজনা দেখা দেয়। পরে বিষয়টি চেয়ারম্যানকে অবহিত করলে চেয়ারম্যান ইউপি’র দফাদার নামেজ উদ্দিনকে ঘটনা স্থলে প্রেরন করে মিমেংসার কথা বলে দখলবাজদের তাড়িয়ে দেয়। তারা আরো অভিযোগ করেন, প্রভাবশালীরা যে কোন মুহুর্তে খেলার মাঠটি দখল করে নিলে স্থানীয় শিশু কিশোরদের খেলার আর কোন জায়গা থাকবেনা। গতকাল এনিয়ে স্থানীয় শিশু কিশোররা খেলার মাঠটি ভূমিদস্যুতের হাত থেকে রক্ষা করতে সড়কে মানব বন্ধন করেন।
এ ব্যাপারে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন দু’শতাধিক শিশু-কিশোর খেলায়াড়বৃন্দ ও স্থানীয় লোকজন। ##
মন্তব্য করুন