মাহাবুবুর রহমান.
জাতিয় ক্রীড়া পরিষদের আয়োজনে ২য় বীচ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। এতে পুরুষ বিভাগে রংপুর এবং মহিলা বিভাগে ঢাকা বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। ১৯ এপ্রিল বিকাল সাড়ে ৫টায় বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এ সময় তিনি বলেণ,বাংলাদেশ এখন অনন্যগুতিতে এগিয়ে চলেছে সেই ধারাবাহিকতার সাথে তাল মিলিয়ে খেলাধুলার বিভিন্ন ধাপে দেশ এগিয়ে যাচ্ছে। এবং সেই ধারাবাহিকতা অব্যাহত থাকলে একদিন বাংলাদেশ কে বিশ^বাসী মর্যাদার চোখে দেখবে। এবং বীচ ফুটবলের আরো উন্নয়নে সরকারের পক্ষ সহায়তা অব্যাহত থাকবে বলে ও জানান তিনি। এ সময় মন্ত্রী পরিষদ সচিবের সাথে উনার সহধর্মীনিও উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন জাতিয় ক্রীড়া পরিষদের পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাঃ মুমিনুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব ড.মোঃ জাফর উদ্দিন। এ সময় আরো উপস্থিত ছিলেন কক্সবাজারের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুল আফসার,জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু ,জেলা ক্রীড়া অফিসার নাজিম উদ্দিন ভুইয়া প্রমুখ। পুরুষ বিভাগে ময়মনসিংহ জেলাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রংপুর বিভাগ এবং মহিলা বিভাগে চট্টগ্রাম বিভাগকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ঢাকা বিভাগ পরে অতিথিরা বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ করেন।
মন্তব্য করুন