কক্স৭১
কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ডেইলপাড়া এলাকায় এক মাদ্রাসা ছাত্রকে বলৎকারের অভিযোগ পাওয়া গেছে। দরিদ্র উক্ত মাদ্রাসা ছাত্রকে উল্টো নানান ভাবে ভয়ভাতী দেখা”েছ লম্পট বলৎকারকারীর পরিবার। এ ঘটনায় কক্সবাজার সদর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
কক্সবাজার সদর থানায় দায়ের করা এক অভিযোগের সূত্রে জানা গেছে,ঈদের দিন ২২ এপ্রিল রাত সাড়ে ৮ টার দিকে খুরুশকুল পেচারঘোনা এলাকার বাসিন্দা জাগির হোসেনের ছেলে (নাম প্রকাশ করা হলো না) পার্শবর্তী ডেইল পাড়া এলাকার তার খালার বাড়ি বেড়াতে গেলে সেখান থেকে ফিরার পথে ডেইল পাড়া এলাকার ফিরোজের দোকানে জুসে র জন্য গেলে ফিরোজ সাই উক্ত মাদ্রাসা ছাত্রকে নানান ভাবে কথাবার্তা বলে দোকানে বসিয়ে রাখে। পরে তড়িঘড়ি করে দোকান বন্ধ করে উক্ত মাদ্রাসা ছাত্রকে নিয়ে পাশের ধানখেতে গিয়ে জোর পূর্বক বলৎকার করে। পরে কোন মতে মাদ্রাসা ছাত্র বাড়িতে এসে কান্নাকাটি করলে ঘটনা প্রকাশ হয়। এ ঘটনায় তাৎক্ষনিক ডেইল পাড়া এলাকার নবীউল আলম সওদাগরের ছেলে ফিরোজ সাইয়ে বাড়িতে বিচার নিয়ে গেলে তাকে উল্টো নাজেহাল করে। পরে জেলা সদর হাসপাতালে চিকিৎসা করে বর্তমানে বাড়িতে বিশ্রামে আছে। এ ব্যপারে ভোক্তভোগী শিশুর পিতা জাগির হোসেন বলেন,ঈদের দিন ছেলে কাপড়চোপড় খোলা অব¯’ায় কান্নাকাটি করে বাড়িতে আসে। আমরা ঘটনা শুনে ¯’ানীয় মেম্বার সহ গন্যমান্য ব্যাক্তিদের জানিয়েছি। আমি এই ঘটনায় জড়িত ফিরোজের সর্বো”চ শাস্তি দাবী করছি। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে ফিরোজ সাই একজন মাদকসাক্ত এবং ইয়াবা কারবারী হিসাবে এলাকা পরিচিত। তার বিরুদ্ধে এলাকায় ইয়াবা ব্যবসার বিস্তার সহ বিভিন্ন অভিযোগ রয়েছে। এ ব্যপারে ¯’ানীয় ইউপি সদস্য মো: এহসানুল হক এবং জানে আলম বলেন,উক্ত ন্যাক্কারজনক ঘটনাটি এখন এলাকার মানুষের মুখেমুখে সবাই এটা নিয়ে বলাবলি করছে সেটাই শুনতে পা”িছ।
এ ব্যপারে অভিযুক্ত ফিরোজ সাইয়ের বাড়িতে গেলে জানা গেছে ফিরোজ ঘটনার সময় হতে পলাতক রয়েছে। এ সময় তার পিতা নবীউল হক বলেন,আমি ঘটনা শুনেছি তবে এটা ষড়যন্ত্র বলে মনে হ”েছ। এখানে ছেলের দোকান এবং ব্যবসা নিয়ে কিছু মানুষের সাথে বিরুধ আছে তারাই এটা বেশি প্রচার করছে। তবে আমি সামাজিক বিচারের বাইরে নই। সবাই যা বলবে আমি সেই বিচার মেনে নেব।
মন্তব্য করুন