সৈয়দুল কাদের
আশেক উল্লাহ রফিক এমপি বলেছেন, আগামি প্রজন্মকে মাদকের ভয়াবহ থাবা থেকে বাচাতে ক্রীড়ার বিকল্প নেই। বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট সুস্থ ও সবল সু-নাগরিক গঠনে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখবে। টুর্ণামেন্টে অংশগ্রহনকারী সকল শিক্ষার্থীরা বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে আধুনিক ও প্রযু্িক্ত নির্ভর দেশ গঠন পুর্বক সোনার বাংলাকে এগিয়ে নেবে। তিনি আরো বলেন, ইতোমধ্যে মহেশখালী ক্রীড়া ক্ষেত্রে অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ জাতীয় দল ও বিভিন্ন জাতীয় ক্লাবে মহেশখালীর সন্তানরা এখন ফুটবলের নেতৃত্বে দিচ্ছে। এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে আমাদের আরো কঠোর পরিশ্রম করতে হবে। তিনি গতকাল মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনকালে প্রধান অতিথি’র বক্তব্যে একথা বলেন। টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি সরওয়ার আজমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শরীফ বাদশা, মহেশখালী থানার ওসি প্রবাস চন্দ্র ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মৌলভী জহির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল আলম, উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিম, মহেশখালী কলেজের অধ্যক্ষ জসিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইদুল ইসলাম মেম্বার, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক শাহ আলম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, ছোট মহেশখালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল করিম, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আবদুল হাকিম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হালিমুর রশিদ, উপজেলা শ্রমিক লীগ নেতা আবদু শুক্কুর, বড়মহেশখালী শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সালমান, বড়মহেশখালী ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিমুল খান জয়।
মন্তব্য করুন