প্রেস বিজ্ঞপ্তি
প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে শুরু হয়েছে সাঁতার প্রশিক্ষণ ও সেন্টমার্টিন রাউন্ড সাতার। বাংলাদেশ ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ২৫ জানুয়ারী বিকালে সেন্টমার্টিন দ্বীপের উত্তরের বীচে এই সাঁতার প্রশিক্ষণ কর্মসূচী শুরু হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তর ঢাকার উপ পরিচালক মো: আখতারুজ্জামান রেজা তালুকদার। কক্সবাজার জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকির সভাপতিত্বে অনুষ্টিত উদ্বোধনী সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা ক্রীড়া পরিদপ্তরের সহকারী পরিচালক এস আই এম ফেরদৌস আলম, সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মুজিবুর রহমান,সেন্টমার্টিন বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো: শাহজালাল। এই আয়োজন বিষয়ে সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন,সেন্টমার্র্টিন দ্বীপের ছেলেমেয়েরা সরকারের অনেক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকে। এখানকার ছেলেমেয়ার সঠিক পৃষ্টপোষকতা পেলে জাতীয় পর্যায়ে খেলাধুলায় আরো অবদান রাখতে পারবে।
মন্তব্য করুন