মাহাবুবুর রহমান.
কক্সবাজার সদর উপজেলার কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কিনতে বাধা ১৩ সদস্যের সিন্ডিকেট তারা প্রত্যেকে মিল মালিক অথবা ধান ব্যাবসায়ি। সদর খাদ্য অফিসের কর্মকর্তা কর্মচারীরা এসব সিন্ডিকেট ছাড়া কোন ধান কিনছেনা এমন অভিযোগ তথ্য প্রমান সহ দিয়েছে প্রতিবেদকের হাতে। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে সরকারি ধান বিক্রিতে সিন্ডিকেট হিসাবে কাজ করে বিপুল টাকা হাতিয়ে নিচ্ছে খুরুশকুলের সাগর এন্টাপ্রাইজের মালিক সাগর,পিএমখালী সুইস গেইট এলাকার ধানের ব্যবসায়ি আলতাজ সওদাগর,শহরের রুমালিয়ারছড়া এলাকার দোকান আছে ভারুয়াখালীর বাসিন্দা নুরুল হুদা,তার সহযোগি রিপন,উপজেলা সংলগ্ন ডিকুকল এলাকার ইলিয়াছ,জুয়েল তারা ইতি মধ্যে ১৬ টন ধান দিয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে। এছাড়া লিংক রোড় এলাকার আকতার সওদাগর,বাংলাবাজার বাহার রাইস মিলের ছালামত উল্লাহ,উর্মি রাইস মিলের ছুরুত আলম,উত্তর ডিককুল এলাকার বাসিন্দা পৌরসভার ষ্টোর কিপার নুরুল কবির,খরুলিয়ার মমতাজ সওদাগর,পিএমখালীর সাইফুল,আজিম সহ অনেকে বর্তমানে ধান বিক্রির সিন্ডিকেট হিসাবে কাজ করছে।
মন্তব্য করুন