কক্স৭১
স্বাধীনতার ৫২ বছরের মাথায় দেশের প্রধান পর্যটন শহর কক্সবাজারে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ভাস্কর্য নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের প্রবেশদ্বার হিসাবে পরিচিত সাগর পাড়ের কলাতলি গোলচত্বরে আজ শুক্রবার ‘অপরাজেয় বঙ্গবন্ধু’ নামের ভাস্কর্যটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান।
জেলা প্রশাসক এ প্রসঙ্গে বলেন, কক্সবাজার নানাভাবে বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত অন্যতম একটি জেলা শহর। পর্যটন শহরে ভাস্কর্যটি স্থাপিত হলে দেশি-বিদেশি পর্যটকদের কাছেও এটি অন্যতম দর্শনীয় হয়ে দাঁড়াবে।
কক্সবাজার পৌরসভা ও বেসরকারি সংগঠন অপারেজয় বাংলার যৌথ উদ্যোগে ভাস্কর্যটি স্থাপন করা হচ্ছে। কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান জানিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধুর অন্যতম একটি প্রিয় শহর হচ্ছে কক্সবাজার। কক্সবাজারের ইনানী, ডুলাহাজারা, রামু, সোনাদিয়াসহ এখানে বঙ্গবন্ধুর অনেক স্মৃতি রয়েছে। কয়েকবছর আগে সরকারিভাবে একই স্থানে একটি স্মৃতিফলক স্থাপনের জন্য টাকাও বরাদ্দ করা হয়েছিল কিন্তু প্রকল্পটি বাস্তবায়িত হয়নি।
মেয়র মুজিবুর রহমান বলেন, কক্সবাজারে জাতির জনকের একটি ভাস্কর্য স্থাপনের দাবি দীর্ঘদিনের। তাই সাগরের পাড়ে এবং পর্যটন শহরটির প্রবেশদ্বারে এটি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।বেসরকারি সংগটন অপারেজয় বাংলার সদস্য সচিব মিলু এইচ রহমান বলেন, ভাস্কর্যটি নির্মাণে ৪০/৫০ লাখ টাকা ব্যয় হবে। পৌরসভা ও অপরাজেয় বাংলার যৌথ অর্থ সহায়তায় এটি নির্মাণ করা হবে। আগামী ১৫ আগস্ট এটি উদ্ভোধন করা হবে বলে তিনি আশাবাদি।
মন্তব্য করুন