মাহাবুবুর রহমান.
সরকারের উন্নয়ন কর্মকান্ডে পড়া ব্যাক্তি মালিকানাধীন জমির অধিগ্রহনের ক্ষতিপূরনের টাকা পেতে জেলা প্রশাসনের এলএ শাখার বিরুদ্ধে অভিযোগের অন্ত নেই। এর সাথে যোগ হয়েছে জেলা হিসাব রক্ষণ অফিস। ভুক্তভোগীদের অভিযোগ নির্দিস্ট কমিশন না পেলে এলএ শাখার চেক ছাড়েনা জেলা হিসার রক্ষণ অফিসের কর্মকর্তারা। রবিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যর্ন্ত দাড়িয়ে জেলা হিসার রক্ষণ অফিসে আসা বেশ কয়েকজন ভুক্তভোগী নাছির উদ্দিন,নুরুল আজিম সহ অনেকে বলেন এলএ চেক নিতে নির্ধারিত কমিশন দেওয়ার পরে অনেক কাটখড় পুড়িয়ে চেক হিসাব রক্ষণ অফিসে এনেছি এখানেও প্রতি লাখে ২০০ টাকা করে কমিশনা দিতে হচ্ছে। এটা নিয়ম হয়ে গেছে লাখে ২০০ টাকা করে চেক প্রতি আদায় করে হিসাব রক্ষণ অফিসের কর্মকর্তা মোজাফফর।আবার অনেক সময় ব্যাংকের কর্মকর্তারা এসব টাকা আদায় করে। তবে রবিবার জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা না থাকায় কেউ চেক পাচ্ছে না বলে জানান ভুক্তভোগীরা। তাদের দাবী সব জায়গায় সিন্ডিকেট কোথাও টাকা ছাড়া কোন কাজ হয়না। মোট কথা নির্দিস্ট কমিশন ছাড়া চেক ছাড়েনা হিসাব রক্ষণ অফিস। এ ব্যপারে জেলা হিসাব রক্ষণ কর্মকর্তা সুকোমল বড়–য়া বলেন,এলএ চেক আসে ব্যাংকের মাধ্যমে সেখানে চেক আটকে রাখার কোন সুযোগ নেই। আর টাকা নেওয়ার বিষয়ে তিনি জানেন না বলে জানান তিনি।
মন্তব্য করুন