সৈয়দুল কাদের
কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে দরিদ্র নারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে সরকার। এই জনবান্ধব প্রকল্পটি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মত প্রধানমন্ত্রী হওয়ার পর গ্রহন করে বাস্তবায়ন করলেও বিএনপি-জামায়াত সরকার তা বন্ধ করে দিয়ে দেশের গ্রামীণ সাধারণ মানুষজনকে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করে।
তিনি আরো বলেন, সরকার গৃহীত জনবান্ধব প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন নির্ভর করে স্বাস্থ্য কর্মীদের উপর। আপনারাই হলেন এর চালিকা শক্তি। আপনাদের উপরই নির্ভর করে এ প্রকল্পের সফলতা। বর্তমানে যে গতি স্বাস্থ্য কর্মীরা কাজ করছেন আপনাদের কাজের গতি আরো বাড়াতে হবে।
আপনারা কাজ করছেন বিধায় প্রসুতি মায়ের মৃত্যুর হার অনেকাংশে কমে এসেছে। প্রসুতিদের আরো ভালো ভাবে স্বাস্থ্য সেবা পৌছে দিতে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের আরো সজাগ হতে ও ধর্য্য ধারণ করে কাজ করতে হবে। কক্সবাজার জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) আশরাফুল আফসারের সভাপতি বেলা ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে এইচএসবি আয়োজিত সভায় বক্তব্য রাখেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিরুল ইসলাম, কালের কন্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার তোফায়েল আহমদ, মহেশখালীর পৌর মেয়র মকছুদ মিয়া, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মাসুদুর রহমান মোল্লা, জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক পিন্টু কান্তি ভট্টাচার্য্য, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মহিউদ্দিন মোহাম্মদ আলমগীর, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা: সামছুদ্দিন আহমেদ, এছাড়া উপজেলার সকল স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা বৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন