মাহাবুবুর রহমান,
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার -৩ (কক্সবাজার সদর রামু ঈদগাও) আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসাবে ঘোষনা দিয়েছেন কক্সবাজার জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী। ৬ সেপ্টেম্বর বেলা ১২ টায় শহরের আলীর জাহালস্থ আতিক উদ্দিন চৌধুরীর নিজস্ব কৃষি খামের প্রাঙ্গনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষনা দেন। এ সময় সংসদ সদস্য প্রার্থী আতিক উদ্দিন চৌধুরী বলেন, আমি ছাত্র জীবন থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে আর্দশকে ধারন করে ছাত্র রাজনীতি সহ দেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে সক্রিয় ভাবে অংশ গ্রহন করেছি। কিন্তু পারিবারিক ভাবে প্রচার বিমুখ থাকার কারনে হয়তো তেমন সামনে আসিনি। আমার পিতা মরহুম মছলেহ উদ্দিন চৌধুরী একজন বীর মুক্তিযুদ্ধা তিনিও রাজনীতির সাথে সামনের সারিতে না থাকলে জাতির পিতার সাথে সব সময় ঘনিষ্ট সম্পর্ক ছিল। আমার নানা মরহুম শমসের আলম চৌধুরী আজীবন একজন আওযামীলীগের নিবেদিত প্রাণ পুরষ ছিলেন। উনাকে মাননীয় প্রধানমন্ত্রী খুবই সম্মান এবং শ্রদ্ধা করতেন। ১৯৯৫ সালে বর্তমান প্রধানমন্ত্রী তখন বিরোধী দলীয় নেত্রী ছিলেন তখন আমার বাবার প্রতিষ্টিত বর্তমান টিএসসি স্কুল তিনি নিজে এসে উদ্ধোধন করেছিলেন। আমরা বর্তমানে অনেক শিক্ষা প্রতিষ্টান সহ ধর্মীয় প্রতিস্টানের সাথে জড়িত। তাছাড়া বর্তমানে আমি কৃষকলীগের দায়িত্ব নেওয়ার পরে সারা দেশে কক্সবাজার কৃষক লীগকে একটি মডেল কৃষক লীগ হিসাবে প্রতিষ্টা করতে পেরেছি। সারা দেশে কক্সবাজার কৃষক লীগ একটি মর্যাদার আসনে আছে। এক প্রশ্নের জাবাবে আতিক উদ্দিন চৌধুরী বলেন,আমি দলীয় মনোনয়ন চাইবো। যদি মনোনয়ন পায় তাহলে জননেত্রী শেখ হাসিনা এবং দেশের মানুষের কল্যাণে কাজ করবো। আর যদি না ও পায় তাহলে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষে কাজ করবো। এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার কৃষক লীগের সভাপতি রশিদ আহামদ। বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক জাতীয় পরিষদ সদস্য এম.এ হাসেম, কক্সবাজার জেলা কৃষকলীগের সহ-সভাপতি এড. মোস্তাক আহমদ, আনিসুল হক চৌধুরী, জাকারিয়া চৌধুরী, তথ্য ও গবেষণা সম্পাদক মো.শাহাদত হোছাইন, সাংস্কৃতিক সম্পাদক হারুনুর রশিদ, সদস্য ইয়াকুব আলী ইমন, সদর উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম উল্লাহ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মনসুর আলম, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও রামু উপজেলা কৃষকলীগের সভাপতি সালাহ উদ্দিন,
সহ-সভাপতি আপন বড়ুয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল আলম, ঈদগাঁও উপজেলা কৃষকলীগের সভাপতি নুরুল আবছার, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম ভুট্টো, শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক তামজিদুল ইসলাম মিন্টু, সহ-সভাপতি জয়নাল আবেদীন, আবদুল লতিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাবেদ মোস্তফা, শহর নেতা অনুব্রত ধর অনুপ প্রমুখ।
মন্তব্য করুন