জাহাঙ্গীর আলম শামস,
জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার হাশেমিয়া কামিল মাদ্রাসায় সবক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
১৭ই জানুয়ারী সকালে মাদ্রাসার অধ্যক্ষ রহমত সালামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন, কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ নাছির উদ্দিন, মহেশখালী পুটিবিলা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফেজ মুহাম্মদ আমির হোছাইন, ঈদগাহ আলমাছিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী এবং উখিয়ার রাজাপালং এমদাদুল উলুম ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আব্দুল হক।
সবক প্রদান করেন মুফতি মাওলানা আতাউল্লাহ মুহাম্মদ নো’মান। অনুষ্ঠান সঞ্চালনা করেছেন, মাদ্রাসার সহকারী অধ্যাপক (আরবী) মাওলানা মোঃ সলিমুল্লাহ।সার্বিক সহযোগিতায় ছিলেন মাওলানা মুহাম্মদ এনামুল হক,সহকারী অধ্যাপক মোহাম্মদ ছৈয়দ নূর,মাওলানা নূরুল হাকিম, প্রভাষক আরবী মাওলানা আব্দুল মান্নান,প্রভাষক আরবী সাই ফুল ইসলাম,মোহাম্মদ শওকত উসমান, প্রভাষক আল হাদিস। এই সময় সবক নেওয়া শিক্ষার্থীরা অংশ নেন।সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় ছিলেন মাদরাসা গভর্নিং বডির সভাপতি মাওলানা মুহাম্মদ আনোয়ারুল হাদী।
মন্তব্য করুন