প্রেস বিজ্ঞপ্তি,
কক্সবাজার সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান “ঋষিকেশ পাল’র প্রত্যাহারের দাবীতে মানববন্ধন গতকাল রবিবার পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশ অনুষ্ঠিত হয়। কক্সবাজার সরকারি গণগ্রন্থাগারের লাইব্রেরিয়ান “ঋষিকেশ পাল” কতৃক ঐতিহ্যবাহী পৌর প্রিপ্যারেটরি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি চরম অবমাননাকর মন্তব্যে-‘পৌর প্রিপ্যারেটরি হাই স্কুল স্টুডেন্টস্ ফোরাম’ এবং প্রাক্তন শিক্ষার্থীদের মানববন্ধনে দাবী ছিল উক্ত অবমাননাকারক ঋষিকেশ পাল বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের সামনে ক্ষমা চাইবে এবং তার পদ থেকে তাকে অপসারণ করা হউক। মানববন্ধনে শিক্ষাথীদের পক্ষে বক্তব্য প্রদান করেন মোঃ রাসেল,ব্যাচ-২০১৬, রাফী, ব্যাচ-২০১৬, রানা দাশ-২০১৭, সৈয়দ আলম-২০১৬,মিশু দাশ গুপ্ত-২০১৭, রিন্টু মল্লিক-২০১৬, জাহেদ হাসান-২০১৯, আলাউদ্দিন-২০১৯, ইসতিয়াক আহমেদ সিফাত-২০১৯ সহ আরো অনেকেই। পরবর্তীতে প্রধান শিক্ষকের আশ্বাসে ৭২ ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানালে শিক্ষার্থীরা সাময়িকের জন্য আন্দোলন স্থগিত করে এবং সেই সাথে প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয় প্রশাসন যদি ৭২ ঘন্টার মধ্যে যথাযত ব্যবস্থা গ্রহণ না করে তাহলে পরবর্তীতে আরো জোরালো কর্মসূচী গ্রহণ করা হবে।
মন্তব্য করুন