কক্স৭১
কক্সবাজার আন্ত: স্কুল হকি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর আওতায় কক্সবাজার জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ১৬ আগষ্ট সকাল ১০ টায় কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমীর মাঠে আন্ত স্কুল হকি প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক এম এম সিরাজুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মাঈন উদ্দিন মিলকি,বায়তুশ শরফ কমপ্লেক্সের সহ সভাপতি আসিফুল মাওলা,কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ফরিদুল ইসলাম,জেলা রেফারী এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম, হকি কোচ পিয়াল। এতে সভাপতিত্ব করেন বায়তুশ শরফ জব্বারিয়া একেডেমীর প্রধান শিক্ষক ছৈয়দ করিম। এ সময় বিভিন্ন স্কুলের শিক্ষকবৃন্ধ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমী ৩-২ গোলে বায়তুশ শরফ মাদ্রাসাকে হারিয়ে শুভ সূচনা করেন।
মন্তব্য করুন