কক্সঃ৭১ রিপোর্ট
“প্রযুক্তি দিয়ে করবো কৃষি, থাকবো সুখে দিবানিশি” এই প্রতিপাদ্যকে ধারণ করে পর্যটন নগরী কক্সবাজারে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা। সোমবার (২৪ জুন) শহীদ দৌলত ময়দান থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালী। পরে মেলা মঞ্চে জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাইমুম সরওয়ার কমল এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন আশেক উল্লাহ রফিক এমপি, জেলা ও আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা। স্বাগত বক্তব্য রাখেন কক্সবাজার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ.ক.ম শাহরিয়ার।
সভায় বক্তারা বলেন, উন্নয়নের ক্রমবর্ধমান ধারায় বাংলাদেশের অব্যাহত সাফল্য দেশের সীমানা ছাড়িয়ে বহির্বিশ্বেও কর্মযোগ বিকিরণ করছে। কৃষি এ দেশের অর্থনীতির এক অতি গুরুত্বপূর্ণ খাত। বর্তমানে দেশে জিডিপির প্রায় এক-পঞ্চমাংশ অর্জিত হয় কৃষি খাত থেকে। বক্তারা আরও বলেন, জনমানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা প্রদানের প্রধানতম এবং অন্যতম উৎস। গত অর্ধযুগ ধরে কৃষিক্ষেত্রে বিভিন্ন খাতে যে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে তা বর্তমান সরকারের কৃষি ভাবনার এক বাস্তব প্রতিফলন। আধুনিক প্রযুক্তির ছোঁয়ায় কৃষিতে বাংলাদেশ অভাবনীয় সাফল্য অর্জন করেছে। ক্রমবর্ধমান জনসংখ্যার জন্য খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিতকরণে কৃষিক্ষেত্রে অধিকতর মনোযোগ দিচ্ছে সরকার।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে বিতরণ করা হয় গাছের চারা। মেলায় ১০-১২টি স্টল স্থান পেয়েছে। ২৬ জুন পর্যন্ত মেলা চলবে।
মন্তব্য করুন