মাহাবুবুর রহমান.
সারা দেশে ন্যায় কক্সবাজারে মহাসাড়ম্বে শুভজন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় কক্সবাজার জেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে শহরের গোলদিঘীর পাড়ে এক সমাবেশের মাধ্যমে বর্ণাঢ্য শুভাযাত্রার মাধ্যমে কর্মসূচীর সূচনা হয়। এতে জেলার বিভিন্ন এলাকা থেকে সনাতনী সম্প্রদায়ের সর্বস্থরের মানুষজন বিভিন্ন সাজে সেজে র্যালীতে অংশ নেয়। এর আগে এক আলোচনা সভা জন্মষ্টমী উদযাপন পরিষদের সভাপতি স্বপন পাল নাজিরের সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে উপস্থিত ছিলেন কক্সবাজার সদর রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল,মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ আশরাফুল আফসার,জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান,জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড, রনজিত দাশ,সাধারণ সম্পাদক বাবুল শর্মা,পৌর কাউন্সিলার রাজ বিহারী দাশ,বিশ^জিত পাল বিশু সহ বিভিন্ন সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্ধ।
মন্তব্য করুন