কক্স৭১
কক্সবাজারে-ট্রলারে-সিলিগ্ধন্ডার-বিস্ফোরণ-১২-জেলে- আহতে হয়েছেন। ৬ নম্বর ঘাটে শুক্রবার সকাল ৯ টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,বাহারছড়া এলাকার সেলিমের মালিকানাধীন বোট টি ফিসারী ঘাটে নঙ্গর করা ছিল। সেখানে রান্না করার গ্যাস সিল্ডিকার থেকেই আগুন লাগে পরে সিলিন্ডারটি বিস্ফোরণহ হলে এই দূর্ঘটনা ঘটে। এ সময় বোটে থাকা ১২ জন মাঝিমাল্লা আগুনে পুড়ে আহত হয়। জেলেদের শুরুতে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে অবস্থার অবনতি হওয়ায় ১০ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয় ।
মন্তব্য করুন