শিরোনাম :
‘‘বিশ্ব শান্তির জন্য হযরত মুহাম্মদ (সাঃ) এর শিক্ষা ও আদর্শ সর্বাবস্থায় অনুকরণীয়’’ কক্সবাজারে মানবপাচার চক্রের ৪ সদস্য আটক : উদ্ধার ৭ বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল : চ্যাম্পিয়ন মহেশখালী রানারআপ চকরিয়া বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাংবাদিক মাহীকে ভুল চিকিৎসা: তত্ত্ববধায়ক মোমিনকে বদলি, তিন সদস্য কমিটি গঠন জেলা সদর হাসপাতালের তত্ত¡বধায়ক ডা: মুমিনের বদলী নতুন আসছেন ডা:মং টিংঞো ৩ কোটি টাকার অবৈধ সম্পদ : ঘোনারপাড়ার নির্মল ধরের বিরুদ্ধে দুদকের মামলা কক্সবাজারে নকল কোর্ট ফি বিক্রি চক্রের ২ জন আটক রোহিঙ্গাদের প্রতিরোধে স্থানীয়দের সর্বাত্মক ভাবে এগিয়ে আসতে হবে সিরাজ আহমদ নাজিরের ২০ তম মৃত্যু বার্ষিকী

কক্সবাজারে কারাতের হারানো ঐহিত্য ফিরিয়ে আনার উদ্যোগঃনতুন কমিটি গঠিত

রির্পোটার:
  • সংবাদ প্রকাশের সময় : শনিবার, জুলাই ৬, ২০১৯
  • 506 বার সংবাদটি পড়া হয়েছে

কক্সঃ৭১ রিপোর্ট
কক্সবাজার জেলার একসময়ের জনপ্রিয় খেলা কারাতের ঐহিত্য ফিরিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে। গতকাল শনিবার ৬ জুলাই ২০১৯ সন্ধ্যায় কক্সবাজার জেলা কারাতে এসোসিয়েশন আয়োজিত এক সভায় উক্ত উদ্যোগ গ্রহণ করা হয়। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু। সাবেক সফল সিনিয়র কারাতে খেলোয়াড় ও কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর সিরাজুল হকের সভাপতিত্বে ও বাংলাদেশ কারাতে ফেডারেশনের সদস্য ও কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা যুগ্ন সম্পাদক হারুন অর রশিদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক সফল কারাতে খেলোয়াড় ও কক্সবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর উদয় শংকর পাল মিঠু। উপস্থিত ছিলেন ক্রীড়া সাংবাদিক আনোয়ার হাসান চৌধুরী, ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ি আবু ওবায়েদ নাছের, কক্সবাজার সদর ছাত্রলীগ সভাপতি কাজী তামজিদ পাশা, কৃতি কারাতে খেলোয়াড় জয়দেব পাল (জয়), আইমন, মোহাম্মদ ইসহাক, রাসেল আহমদ সোহাগ ও জনি বড়–য়া প্রমুখ।
সভায় উপস্থিত সকলের সর্বসম্মতিক্রমে কক্সবাজার জেলা কারাতে এসোসিয়েশনের নতুন কমিটি গঠিত হয়। কমিটি নিন্মরুপ: সভাপতি সিরাজুল হক, সহ সভাপতি আরিফুল মওলা, এড. গোলাম ফারুক খাঁন কায়সার, মংমং চৌধুরী, সাধারণ সম্পাদক উদয় শংকর পাল মিঠু, যুগ্ন সম্পাদক আইমন, কাজী তামজিদ পাশা, সাংগঠনিক সম্পাদক জয়দেব পাল, অর্থ সম্পাদক আবু ওবায়েদ নাছের, প্রচার সম্পাদক মো: আবু ইউছুপ, সদস্য ক্রীড়া সাংবাদিক মাহবুবুর রহমান, ক্রীড়ালোক প্রতিনিধি ও সংগঠক আনোয়ার হাসান চৌধুরী, সুচরিতা বড়–য়া, জয়নাল আবেদিন জুনু, জনি বড়–য়া, ফরিদুল আলম ফরিদ, রাসেল আহমদ সোহাগ, মো: ইসহাক, ইমাম হোসেন, প্লাবন বড়–য়া ও সাইফুল। উপদেষ্ঠা পরিষদ : কক্সবাজার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি সভাপতি আবু মোরশেদ চৌধুরী খোকা, জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, জেলা ক্রীড়া সংস্থা সহ সভাপতি জসিম উদ্দিন, টেকনাফ বাস মালিক সমিতি সভাপতি ইকবাল মো: শামশুল হুদা টাইটেল, বাংলাদেশ কারাতে ফেডারেশন সদস্য ও জেলা ক্রীড়া সংস্থা যুগ্ন সম্পাদক হারুন অর রশিদ, ব্যাংকার জসিম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থা অতিরিক্ত সম্পাদক মে: আবছার উদ্দিন, সাবেক সফল কৃতি কারাতেবিদ রবি শংকর পাল চাঁন্দু, চেমং রাখাইন ও শামশুল আলম প্রমুখ।
জেলা কারাতে এসোসিয়েশনের নবগঠিত কমিটি গঠন কল্পে জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু বলেন, একসময়ের জনপ্রিয় খেলা কারাতের হারানো ঐহিত্য আমাদের ফিরিয়ে আনতে হবে। এলক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থা জেলা কারাতে এসোসিয়েশনকে সার্বিক সহযোগিতা করবে।
সাবেক পৌর কাউন্সিলর ও একসময়ের মাঠ কাঁপানো কারাতে খেলোয়াড় সিরাজুল হক বলেন, বাংলাদেশে কারাতের জন্ম শহর কক্সবাজার। কক্সবাজারে কারাতেকে আবারো আমাদের সম্মিলিত সহযোগিতায় চাঙ্গা করে তুলতে হবে। এলক্ষ্যে আমাদের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিষয়ে আরো সংবাদ দেখুন
© All rights reserved © 2021 cox71.com
Developed by WebArt IT