মাহাবুবুর রহমান.
কক্সবাজার জেলার ৭ টি উপজেলা পরিষদের নব নির্বাচিত ২০ জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথ গ্রহন করেছেন। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বৃহস্পতিবার ২৫ এপ্রিল নির্বাচিতদের চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান। নির্বাচিতদের মধ্যে প্রথমে চেয়ারম্যান পরে মহিলা চেয়ারম্যানদের এবং পুরুষ ভাইস চেয়ারম্যানদের তৃতীয় দফায় সকাল সাড়ে ১১ টায় হতে শপথ বাক্য পাঠ করানো হয়। কক্সবাজার জেলার উপজেলা পরিষদ গুলো হচ্ছে-টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর, রামু, চকরিয়া, পেকুয়া ও মহেশখালী। আইনী জটিলতায় টেকনাফ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী মৌলভী ফেরদৌস আহমেদ জমিরী’র শপথ গ্রহনের উপর কক্সবাজার নির্বাচনী ট্রাইব্যুনাল-১ এর বিজ্ঞ বিচারক সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদীন গত ২৩ এপ্রিল স্থগিতাদেশ প্রদান করায় এপদে আর শপথ গ্রহন করানো হয়নি। একইদিন কক্সবাজারের ৭ টি উপজেলার সাথে চট্টগ্রাম বিভাগের আরো ৪ টি জেলার ৩৫ টি উপজেলা পরিষদে নির্বাচিতদের শপথ করানো হয়। জেলা গুলো হচ্ছে-চট্টগ্রাম জেলার ১০ টি উপজেলা, রাঙ্গামাটি উপজেলার ১০ টি উপজেলা, খাগড়াছড়ি জেলার ৮ টি উপজেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিগণ । শপথ গ্রহন অনুষ্ঠানের পর বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান নির্বাচিত জনপ্রতিনিধি ও উপস্থিত সূধীজনদের উদ্দ্যেশে বক্তৃতা করেন।
মন্তব্য করুন