নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
ঈদগাঁওর ঐতিহ্যবাহী সামাজিক,সাংস্কৃতিক, সেচ্ছাসেবী ও ক্রিড়া সংগঠন মিডল কক্স ইউনাইটেডের উদ্যোগে জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের মাননীয় সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদের সম্মানে ঈদগাহ বাসীর সংবর্ধনা ও ইফতার সম্পন্ন হয়েছে। ৩০মে বিকেলে প্রবীন শিক্ষক মোজাম্মেল হক ফরাজী র সভাপতিত্বে সুচনা বক্তব্য রাখেন,মিডল কক্স ইউনাইটেডের সভাপতি কাফি আনোয়ার।
সংবর্ধিত অতিথি মহিলা সাংসদ কানিজ ফাতেমা আহমদ বলেন,যেকোন দাবী আদায় করতে হলে সকলকে ঐক্যবদ্ব হতে হবে। বৃহত্তর ঈদগাঁও বাসীর বহু দাবী দাওয়া রয়েছে। এসব দাবী পূরনে দলমত নির্বিশেষে সবাইকে একমত হতে হবে। ঈদগাঁওর পূত্রবধু হিসেবে আমার কাছে আপনাদের অনেক দাবী থাকতে পারে। এসব দাবী পূরনে আমি আপনাদেরকে নিয়ে শ্রীঘ্রই কাজ শুরু করবো। প্রথম কাজ হবে ঈদগাঁও বাজারের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন। পর্যায়ক্রমে ঈদগাঁও উপজেলা বাস্তবায়নসহ অন্যন্যা দাবী আদায়ে আমি আন্তরিক ভাবে কাজ চালাবো।
উক্ত অনুষ্টানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন,কউক সদস্য ইন্জিনিয়ার বদিউল আলম। বক্তব্য রাখেন,সদর উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক রাজিবুল হক চৌধুরী রিকো, মিডল কক্স ইউনাইটেড সদস্য মামুন সিরাজুল মজিদ,ঈদগাহ আর্দশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এস এম তারেক,ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন শিক্ষক নুরুল আমিন হেলালী। এতে উপস্থিত ছিলেন,সদর উপজেলা আ,লীগ উপদেষ্টা মাষ্টার নুরুল আজিম,কক্সবাজার সরকারী কলেজের সহকারী অধ্যাপক সুলতান আহমেদ,পোকখালী আ,লীগ সভাপতি মোজাহের আহমদ,ব্যবসায়ী জসিম উল্লাহ মিয়াজী,চৌফলদন্ডী আ,লীগ সাধারন সম্পাদক শাহজাহান,জালালাবাদ আ,লীগ সভাপতি সেলিম মোশের্দ ফরাজী সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম,যুবনেতা ওসমান সরওয়ার ডিপো, গনমাধ্যমকর্মী মো: রেজাউল করিম,এম আবুহেনা সাগর,কৃষি অফিসার জিকু দাশ সুব্রত,জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ইরফানুল করিম,ঈদগাঁও যুবলীগ সাধারন সম্পাদক এনাম রনি,চৌফলদন্ডী ছাত্রলীগের সভাপতি মনজুর আলম। মিডল কক্স ইউনাইটেডের পক্ষ থেকে নেতৃবৃন্দরা ক্রেষ্ট ও ফুল দিয়ে সংবর্ধিত করেন সংসদ সদস্য কানিজ ফাতেমা আহমেদকে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃৃবৃন্দ,সমাজকর্মী, ব্যবসায়ীসহ নানা শ্রেনী পেশার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন