শিরোনাম :
বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল : চ্যাম্পিয়ন মহেশখালী রানারআপ চকরিয়া বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাংবাদিক মাহীকে ভুল চিকিৎসা: তত্ত্ববধায়ক মোমিনকে বদলি, তিন সদস্য কমিটি গঠন জেলা সদর হাসপাতালের তত্ত¡বধায়ক ডা: মুমিনের বদলী নতুন আসছেন ডা:মং টিংঞো ৩ কোটি টাকার অবৈধ সম্পদ : ঘোনারপাড়ার নির্মল ধরের বিরুদ্ধে দুদকের মামলা কক্সবাজারে নকল কোর্ট ফি বিক্রি চক্রের ২ জন আটক রোহিঙ্গাদের প্রতিরোধে স্থানীয়দের সর্বাত্মক ভাবে এগিয়ে আসতে হবে সিরাজ আহমদ নাজিরের ২০ তম মৃত্যু বার্ষিকী কক্সবাজার ৩ আসনে প্রার্থী হিসাবে ঘোষনা দিলেন আতিক উদ্দিন চৌধুরী খুরুশকুল ফকির পাড়ায় জমি দখলের উদ্দেশ্যে বসতবাড়ীতে হামলা : আহত ৩

উন্নয়নের সুফল পেতে হলে সামাজিক সম্প্রীতি আরো বাড়তে হবে : এমপি আশেক উল্লাহ রফিক

রির্পোটার:
  • সংবাদ প্রকাশের সময় : সোমবার, আগস্ট ২৮, ২০২৩
  • 42 বার সংবাদটি পড়া হয়েছে

কক্স৭১

নিজের কথায়, নিজের কাজে আমাদের সংবেদনশীল থাকতে হবে। অর্থনৈতিক ভারসাম্য যদি আমরা আনতে পারি, আমাদের সামাজিক সম্প্রীতি আপনা আপনিই চলে আসবে। আমাদের অর্থনীতির জন্যে, আগামী প্রজন্মের জন্যে, আগামী বাংলাদেশের জন্যে এবং নিজেদের অধিকার রক্ষা করার জন্যে, কক্সবাজারের সম্প্রীতি রক্ষা করা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পবিত্র ধর্মগ্রন্থে, আমাদের সংবিধানে যে কথা বলা হয়েছে। বইপুস্তকের যে কথা গুলো শিক্ষা প্রতিষ্ঠানে পড়ানো হয়। তা যদি আমরা মেনে চলি, নিশ্চয় আমাদের সামাজিক সম্প্রীতিকে উচ্চমাত্রায় নিয়ে যেতে পারবো।
রবিবার (২৭ আগস্ট) বিকাল ৩টায় কক্সবাজার শহরে রিগ্যাল প্যালেস সম্মেলন কক্ষে ইয়ুথ এন্ডিং হাঙ্গারের আয়োজনে অনুষ্ঠিত ‘সামাজিক সম্প্রীতি সংলাপ’ অনুষ্ঠানে কক্সবাজার-২ আসনের জাতীয় সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ফ্রিডম অব রিলিজিয়ন অর বিলিফ লিডারশিপ নেটওয়ার্কের (ফোর্ব) কান্ট্রি ডিরেক্টর ড. শাহনাজ করীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি সংলাপে বিশেষ অতিথির বক্তব্য দেন, কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র বোর্ড অব ট্রাস্টির সাধারণ সম্পাদক অধ্যাপক আ ক ম গিয়াস উদ্দিন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাছির উদ্দিন। স্বাগত বক্তৃতা দেন, দি হাঙ্গার প্রজেক্টের এসপিএল প্রজেক্ট ম্যানেজার শশাংক বরণ রায়। দি হাঙ্গার প্রজেক্টের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর মুহাম্মদ আব্দুর রব খান ও ইয়ুথ মবিলাইজেসন অফিসার আরমান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত সংলাপে আরও বক্তৃতা করেন, কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি মমতাজ উদ্দিন বাহারি, চকরিয়া আনোয়ারুল উলুম কালিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিউল হক জিহাদি, কক্সবাজার জেলা ইমাম সমিতির সভাপতি কাজী সিরাজুল ইসলাম ছিদ্দিকী, কক্সবাজার বিকশিত নারী নেটওয়ার্ক সভাপতি শামীম আকতার, জাতীয় কন্যাশিশু এ্যাডভোকেসি ফোরাম কক্সবাজারের সভাপতি হেলেনাজ তাহেরা, সুশাসনের জন্য নাগরিক ‘সুজন’ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান, রামু প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, অধ্যাপক এ এম আনোয়ার, রাজনীতিক মনজুর আলম, গিয়াস উদ্দিন জিকু, সাংবাদিক ইকবাল বাহার চৌধুরী, বৌদ্ধ সম্প্রদায় নেতা প্রদীপ বড়ুয়া শিবু, কক্সবাজার সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এড. বাপ্পী শর্মা, ইয়ুথ এন্ডিং হাঙ্গার কক্সবাজারের কো-অর্ডিনেটর ফাহমিদা তাহসিন লুবনা, সাবেক কো-অর্ডিনেটর সানাউল হক রিপন প্রমুখ।
‘দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ’ এর ইয়ুথ এন্ডিং হাঙ্গারের আয়োজনে ও ফ্রিডম অব রিলিজিয়ন অর বিলিফ লিডারশিপ নেটওয়ার্কের (ফোর্ব) সহযোগিতায় অনুষ্ঠিত সামাজিক সম্প্রীতি সংলাপে ইয়ুথ এন্ডিং হাঙ্গারের তরুন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিষয়ে আরো সংবাদ দেখুন
© All rights reserved © 2021 cox71.com
Developed by WebArt IT