নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে বৃহস্পতিবার ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীরা অংশ নেন। বিদ্যালয়ের প্রতিটি শ্রেণি কক্ষ,অফিস কক্ষ,শিক্ষক মিলনায়তন,মাঠ, করিডোর,র্যাম, ওয়াশব্লক, বাসস্থানসহ স্কুলের আশপাশের এলাকা পরিচ্ছন্ন করা হয়।
সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতা বৃদ্ধিই অভিযানের উদ্দেশ্য। বিদ্যালয় প্রতিষ্ঠাতা আলহাজ্ব কামরুল হক চৌধুরী পরিচ্ছন্নতার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ অভিযানের উদ্বোধন করা হয়। প্রধান শিক্ষক মুহাম্মদ শহিদুল হকের তদারকি,সহকারী প্রধান শিক্ষক আবচার উদ্দীনের সার্বিক সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীসহ অসংখ্য শিক্ষার্থীরা এ কার্যক্রমে অংশ নেন। পরিচ্ছন্নতা অভিযান পূর্ব সমাবেশে শিক্ষকরা ডেঙ্গু প্রতি রোধে পরিচ্ছন্নতার কার্যকরী ভূমিকার কথা উল্লেখ করেন।
মন্তব্য করুন