নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
ঈদগাঁও তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২০-২১ সেপ্টেম্বর পৃথক দু দিনের ব্যবধানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তদন্ত কেন্দ্রের এসআই সনজিত চন্দ্র নাথের নেতৃত্বে একদল ফোর্স তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো চৌফলদন্ডী নতুন মহালের এলাকার মোঃ সাদ্দাম, হেলাল উদ্দীন, মুবিনুল হক লিটন, নুরুল কবির, ইসলামপুরের পুর্ব নাপিতখালীর শাহ বেলাল, ঈদগাহ দরগাহ পাড়ার ইয়াছিন, ইসলামাবাদ পুর্ব গজালিয়ার মোঃ ইব্রাহিম খলিল হিমু,ঈদগাঁও শিয়া পাড়ার মোঃ হেলাল। বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়েছে বলে অভিযান পরিচালনাকারী কর্মকতা সনজিত জানান। ঈদগাঁওকে সন্ত্রাস,চাঁদাবাজ, মাদক, ইভটিজিং চুরি-ডাকাতি, অপহরণ বন্ধে পুলিশ সার্বক্ষনিক সজাগ রয়েছে। গ্রেপ্তারকৃতদেরকে সংশ্লিষ্টদের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়
মন্তব্য করুন