এম আবুহেনা সাগর,ঈদগাঁও
সদরের ঈদগাঁওতে কালিরছড়া মিফতাহুল তাহফিজুল কুরআন মাদ্রাসা এবং এতিমখানার বার্ষিক সভা অনুষ্টিত হয়।
২৬ এপ্রিল মাদ্রাসার মুহতামিম মুফতি হাফেজ ছৈয়দ নুরের সভাপতিত্বে আমন্ত্রিত ওলামায়ে কেরামগনের মধ্যে তাশরীফ পেশ করেন, চট্রগ্রামের হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ সাহেব,
আন্তজাতিক খ্যাতি সম্পন্ন বক্তা চট্রগ্রামের দারুল হেদায়া মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক আল্লামা আজিজুল হক আল মাদানী,ঢাকা থেকে আগত আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন বক্তা আল্লামা মুফতি আমজাদ হোসাইন আশরাফী, জোয়ারিয়ানালা মাদ্রাসার নায়েবে মুহতামীম ও মুহাদ্দিস হাফেজ আবদুল হক,পোকখালী মাদ্রাসার শিক্ষক মাওলানা আবু ছৈয়দ,মাইজ পাড়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মুবিনুল হক জমিরী,মাছুয়াখালী মাদ্রাসার শিক্ষক হাফেজ রমজান আলীসহ আরো দেশবরন্যে ওলামায়ে কেরামগন। এতে উপস্থিত ছিলেন,গনমাধ্যমকর্মী এম আবুহেনা সাগর,মাদ্রাসা পরিচালনা কমিটির সাধারন সম্পাদক শওকত আবছার,ঈদগাঁও
কমিউনিটি পুলিশ সাধারন সম্পাদক কাইযুম উদ্দিন ডিসেন্ট,আনোয়ার হোসেন,আবদুল মালেক,হাফেজ ফরিদুল আলম,কারী মোহাম্মদ হোসাইন,হাফেজ ছলিম উল্লাহ,সদর যুবলীগ সাংগঠনিক সম্পাদক জামিল উদ্দিন।
সভায় হেফজ সম্পন্নকারী ১৪জন শিক্ষার্থীদের কে দস্তারে ফজিলত (পাগড়ি) প্রদান করা হয়।
মন্তব্য করুন