নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
সারাদেশের ন্যায় জেলা সদরের বৃহত্তর ঈদগাঁও
এর ছয়টি শিক্ষা প্রতিষ্টানের এবার এসএসসিতে ৮৮৩ জন পরীক্ষার্থীদের মধ্য পাশ করেছে ৬৩৭ জন এবং এ+ পেয়েছে ১৬ জন।
তৎমধ্যে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের ৩৩৫ জন পরীক্ষার্থীর মধ্য পাশ করেছে ২২৩ জন, এ+ পেয়েছে ৬জন,ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১৬৬ জন পরীক্ষার্থীর মধ্য পাশ করেছে ১২৩ জন,এ+১জন,জাহানারা ইসলাম বালিকা বিদ্যালয়ে ১২৫ জন পরীক্ষার্থীদের মধ্য পাশ করেছে ৯৫ জন,এ+২জন, পোকখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ে ৭৯জন পরীক্ষার্থীদের মধ্য পাশ করেছে ৪৮ জন, চৌফলদন্ডী আদর্শ উচ্চ বিদ্যা লয়ে ৬০জন পরীক্ষাথীদের মধ্য পাশ করেছে ৩৪ জন,ঈদগাহ আলমাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা ১১৮জন পরীক্ষার্থীদের মধ্য পাশ করেছে ১১৪ জন,এ+ পেল ৭ জন।
মন্তব্য করুন