শিরোনাম :
কক্সবাজারে মানবপাচার চক্রের ৪ সদস্য আটক : উদ্ধার ৭ বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল : চ্যাম্পিয়ন মহেশখালী রানারআপ চকরিয়া বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাংবাদিক মাহীকে ভুল চিকিৎসা: তত্ত্ববধায়ক মোমিনকে বদলি, তিন সদস্য কমিটি গঠন জেলা সদর হাসপাতালের তত্ত¡বধায়ক ডা: মুমিনের বদলী নতুন আসছেন ডা:মং টিংঞো ৩ কোটি টাকার অবৈধ সম্পদ : ঘোনারপাড়ার নির্মল ধরের বিরুদ্ধে দুদকের মামলা কক্সবাজারে নকল কোর্ট ফি বিক্রি চক্রের ২ জন আটক রোহিঙ্গাদের প্রতিরোধে স্থানীয়দের সর্বাত্মক ভাবে এগিয়ে আসতে হবে সিরাজ আহমদ নাজিরের ২০ তম মৃত্যু বার্ষিকী কক্সবাজার ৩ আসনে প্রার্থী হিসাবে ঘোষনা দিলেন আতিক উদ্দিন চৌধুরী

ঈদগাঁওতে হানিফ পরিবহনের চাপায় শিক্ষার্থীর মৃত্যু : গুরুত্বর আহত ৩ : বাসে আগুন

রির্পোটার:
  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, মে ৭, ২০১৯
  • 596 বার সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও কলেজ গেইট এলাকায় হানিফ পরিবহন বাসের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ইমরান (১৮) নামে সদ্য এসএসসি উত্তীর্ণ এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুমূর্ষাবস্থায় আরো তিন শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অবস্থাও আশংকাজনক। তারা সকলে ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতর (কেজি স্কুল)র শিক্ষার্থী। ৭মে মঙ্গলবার সকাল ১০টায় ঈদগাঁও কলেজ গেইট মসজিদের সামনে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহত ইমরান সদরের ঈদগাঁওর কালিরছড়ার উত্তরপাড়ার প্রবাসী আবু তাহেরের ছেলে এবং ঈদগাহ কেজি স্কুল হতে সদ্য এসএসসি উত্তীর্ণ। অন্য আহতরা হল,ঈদগাঁওর কালিরছড়ার নুরুল আলমের ছেলে শামীমুর রহমান,শামশুল আলমের ছেলে শামীমুল আলম রাহুল ও নুরুল আলমের ছেলে জয়নাল আবেদীন।
বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা ঘাতক হানিফ পরিবহনের বাসে আগুন দিয়েছে। এতে উভয় পাশে দেড় ঘন্টা ব্যাপী যানবাহন আটকে থাকে।
তবে প্রত্যক্ষদর্শীর মতে, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এক মোটরসাইকেলে চার শিক্ষার্থী মিষ্টি কিনতে ঈদগাঁও বাস স্টেশনে যায়। মিষ্টি নিয়ে ১০টার দিকে বাসায় ফেরার পথে কলেজ গেইট এলে চট্টগ্রামমুখী হানিফ পরিবহণের (চট্টমেট্টো-ব-১১-০২৪৩) বাসটি রং সাইডে এসে মোটর সাইকেলকে চাপা দেয়। এতে আরোহীসহ মোটর সাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। মোটর সাইকেল ও আরোহীসহ গাড়িটি সামনে বেশ কিছুদুর চলে আসে। এতে ক্ষতবিক্ষত আরোহী দের মাঝে ইমরান ঘটনাস্থলে মারা যায়। স্থানীয়রা দ্রুত এসে বাসের নিচ থেকে মোটর সাইকেল আরোহীদের বের করে ঈদগাঁওর হাসপাতালে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসা শেষে সবাইকে চকরিয়ার মালুমঘাট হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থান অবনতি হলে শামীমকে চমেক হাসপাতালে পাঠানো হয়। বাসটি সড়কের একপাশে রেখে চালক হেলপার পালিয়ে যায়।

ঈদগাঁও ইউনিয়ন পরিষদের মেম্বার মাহমুদুল হাসান মিনার জানান,শুনেছি ইমরান গতকাল (৬ মে) প্রকাশ হওয়া ফলাফলে উত্তীর্ণ হয়েছে। স্বজনদের জন্য মিষ্টি কিনতে গিয়েছিল পাড়ার শিক্ষার্থী বন্ধুদের নিয়ে। সেখানেই দূর্ঘটনায় পড়েছে তারা।

খবর পেয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ও রামু দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে।

ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক এর মতে, খবর পেয়েছি আমাদের কিছু শিক্ষার্থী মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় পড়েছে। একজন মারা গেছে আর অপর ৩জন আহতাবস্থায় চিকিৎসা ধীন রয়েছে। এদের অবস্থাও আশংকাজনক।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সনজিদের মতে,দূর্ঘটনায় এক শিক্ষার্থী মারা গেছেন। আগুনে পোড়া ঘাতক বাস ও মোটর সাইকেলটি জব্দ করে রামু ক্রসিং হাইওয়ে পুলিশকে জিম্মায় দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিষয়ে আরো সংবাদ দেখুন
© All rights reserved © 2021 cox71.com
Developed by WebArt IT