শিরোনাম :
কক্সবাজারে মানবপাচার চক্রের ৪ সদস্য আটক : উদ্ধার ৭ বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল : চ্যাম্পিয়ন মহেশখালী রানারআপ চকরিয়া বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাংবাদিক মাহীকে ভুল চিকিৎসা: তত্ত্ববধায়ক মোমিনকে বদলি, তিন সদস্য কমিটি গঠন জেলা সদর হাসপাতালের তত্ত¡বধায়ক ডা: মুমিনের বদলী নতুন আসছেন ডা:মং টিংঞো ৩ কোটি টাকার অবৈধ সম্পদ : ঘোনারপাড়ার নির্মল ধরের বিরুদ্ধে দুদকের মামলা কক্সবাজারে নকল কোর্ট ফি বিক্রি চক্রের ২ জন আটক রোহিঙ্গাদের প্রতিরোধে স্থানীয়দের সর্বাত্মক ভাবে এগিয়ে আসতে হবে সিরাজ আহমদ নাজিরের ২০ তম মৃত্যু বার্ষিকী কক্সবাজার ৩ আসনে প্রার্থী হিসাবে ঘোষনা দিলেন আতিক উদ্দিন চৌধুরী

ঈদগাঁওতে বাড়ীর ছাদে দৃষ্টিনন্দন বাগান

রির্পোটার:
  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, আগস্ট ২০, ২০১৯
  • 238 বার সংবাদটি পড়া হয়েছে
Exif_JPEG_420

এম আবুহেনা সাগর,
বাড়ীর ছাদে দৃষ্টিনন্দন বাগান করেছেন ঈদগাঁও ভিলেজ ডক্টরস ফোরামের সহ সভাপতি রেহেনা নোমান কাজল ও ব্রাকের সাবেক শিক্ষা কর্মকতা। চমৎকার দৃশ্যও বটে। তৃতীয় তলার ছাদে সারি সারি মাটির টবে বেড়ে উঠেছে বাহারী রকমের ফলজ, বনজ, ওষধিসহ ফুলের গাছ। প্রতিদিন সন্ধ্যায় ছাদে উঠে গাছে পানিসহ নানা পরিচর্চা করেন এ দম্পতি। ছাদে মাটির টবে ফুল ফল, আর নানা ওষধি গাছের সমাহার। পুরো ছাদটি যেন একটি বাগানে পরিণত হল। ১৯ই আগষ্ট বিকেলে বাড়ীর ছাদে উঠলে এমন মনো মুগ্ধকর দৃশ্য চোখে পড়ে এ প্রতিবেদকের। ছাদের বাগানে কোন গাছ কি কি উপকারে আসে তার বাস্তবতা দেখান নোমান। এটি দেখে যদি লোকজন বাড়ীর ছাদ খালি না রেখে এ ধরনের বাগান করে তাহলে সৌন্দর্য্যের পাশাপাশি অনেকটা লাভবান হওয়ার ও সম্ভবনা রয়েছে। গাছের উপকারীতা সম্পর্কে অজানা বহুকিছু শেখা যাবে অনায়াসে। তবে সাবেক ব্রাক কর্মকতা নোমানের সাথে কথা হলে তিনি জানান, একদিনেতো ছাদে বাগান করা সম্ভব হয়নি। তিল তিল করে নানা যন্ত আর পরিচর্চা করে মাটির টবে ( কলব) গাছের বাগান করা হয়েছে। এটিতে বর্তমানে নানান ফল ফলাদি হয়েছে। দেখতে বেশ সুন্দর ও মানানসই বটে। অন্যদিকে পল্লী চিকিৎসক কাজল জানান, দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবায়ন করতে পেরে নিজেকে উৎফুল্ল মনে করছি। বাড়ীর ছাদের বাগান মনকে প্রফুল্ল রাখে। বৈকালিক সময়ে বাগানের সৌন্দয্যে উপভোগ করা যায়। তবে সচেতন মহলের মতে, কৃষি সংশ্লিষ্ট কর্মকতারা যদি ছাদযুক্ত বাড়ীর মালিকসহ ভাড়াটিয়াদেরকে ছাদের উপর বাগান করতে আগ্রহতা দেখায়, তাহলে অনেকটা উপকৃত হবে লোকজন।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিষয়ে আরো সংবাদ দেখুন
© All rights reserved © 2021 cox71.com
Developed by WebArt IT