শিরোনাম :
কক্সবাজারে মানবপাচার চক্রের ৪ সদস্য আটক : উদ্ধার ৭ বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল : চ্যাম্পিয়ন মহেশখালী রানারআপ চকরিয়া বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাংবাদিক মাহীকে ভুল চিকিৎসা: তত্ত্ববধায়ক মোমিনকে বদলি, তিন সদস্য কমিটি গঠন জেলা সদর হাসপাতালের তত্ত¡বধায়ক ডা: মুমিনের বদলী নতুন আসছেন ডা:মং টিংঞো ৩ কোটি টাকার অবৈধ সম্পদ : ঘোনারপাড়ার নির্মল ধরের বিরুদ্ধে দুদকের মামলা কক্সবাজারে নকল কোর্ট ফি বিক্রি চক্রের ২ জন আটক রোহিঙ্গাদের প্রতিরোধে স্থানীয়দের সর্বাত্মক ভাবে এগিয়ে আসতে হবে সিরাজ আহমদ নাজিরের ২০ তম মৃত্যু বার্ষিকী কক্সবাজার ৩ আসনে প্রার্থী হিসাবে ঘোষনা দিলেন আতিক উদ্দিন চৌধুরী

ঈদগাঁওতে নিহত যুবকের লাশ পরিবারের কাছে হস্তান্তর : জানাযা সম্পন্ন : দুটি মামলা দায়ের

রির্পোটার:
  • সংবাদ প্রকাশের সময় : রবিবার, সেপ্টেম্বর ২২, ২০১৯
  • 242 বার সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও

ঈদগাঁওতে নির্মম ভাবে নিহত হওয়া টমটম চালক ইসলামপুর মধ্যম নাপিতখালী এলাকার আবদুস ছবির ছেলে নুরুল হকের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। ২২ সেপ্টেম্বর ভোর ৬ টায় ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন, পরে তার স্বজনদের কাছে বুঝে দেয়া হয়। এ ঘটনায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। ছেলে হত্যার দায়ে নিহত নুরুল হকের মা আলম সাইর বাদী হয়ে চার জনের নাম উল্লেখ পূর্বক কয়েকজনকে অজ্ঞাতনামা দেখিয়ে একটি, এসআই সনজিদ বাদী হয়ে অপর একটি অস্ত্র মামলা দায়ের করেন। একই দিন বাদে আসর ইসলামপুর কৈলাসঘোনা জামে মসজিদে নিহত নুরুল হক নুরুর জানাযা সম্পন্ন হয়েছে বলে স্থানীয় ইউপি সদস্য আবদু শুক্কুর জানিয়েছেন।
উল্লেখ্য, নুরুল হকের চালিত টমটম ছিনতাইয়ের উদ্দেশ্যে ইসলামপুর নতুন অফিস বাজার থেকে রিজার্ভ ভাড়া করে দক্ষিণ মাইজ পাড়া এলাকায় এনে গুলি করে খুন করে একই এলাকার জোহানের নেতৃত্বে কজন দুর্বৃত্ত। এমনটি জানা যায় পুলিশ সূত্রে। খবর পেয়ে ঈদগাঁও তদন্ত কেন্দ্রের এসআই সনজিত চন্দ্র নাথ, আবু বক্কর ছিদ্দিক, এএসআই মহিউদ্দিন, বিলাস সরকারসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘেরাও করে জনগনের সহযোগীতায় মুল নায়ক জোহানকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। ঘটনার পরপরই ঈদগাঁওতে আসেন সদর সার্কেল এএসপি আদিবুল ইসলাম, অফিসার্স ইনচার্জ ফরিদ উদ্দীন খন্দকার, ওসি তদন্ত মোঃ খায়রুজ্জামান। তদন্ত কেন্দের ইনচার্জ আসাদুজ্জামান জানিয়েছেন, ঘাতককে অস্ত্রসহ আটক করা হয়,তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিষয়ে আরো সংবাদ দেখুন
© All rights reserved © 2021 cox71.com
Developed by WebArt IT