এম আবুহেনা সাগর,ঈদগাঁও
নতুন ভোটার হালনাগাদে জেলা সদরের বৃহত্তর ঈদগাঁওতে এবার উঠতি প্রজন্মরা ভোটার হতে মরিয়া উঠেছে। এ লক্ষ্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে ইউপি পরিষদে ভোটার প্রত্যাশী দের ভীড় যেন চোখে পড়ার মত।
জানা যায়,২৩শে এপ্রিল থেকে শুরু হয় ভোটার হালনাগাদ প্রক্রিয়া। তৃতীয় দফে ভোটার তালিকা অন্তভূক্ত হতে গ্রামীন জনপদে তরুন প্রজন্মের নর-নারীরা উৎফুল্ল হয়ে উঠেছে। এছাড়া ভোটার হওয়ার জন্য গুরুত্বপূর্ন কাগজপত্রাধি সংগ্রহ করতে হিমশিম খাচ্ছে অনেকে। বৃহত্তর এলাকার ইউপি পরিষদে ভোটার হতে ইচ্ছুকরা চেয়ারম্যান সনদপত্র,প্রত্যায়ন পত্র,অনলাইন জন্মনিবন্ধন কপি,চৌকিদারি ট্যাকসহ সকল কাগজপত্রে চেয়ারম্যান কতৃক সত্যায়িত করতে ব্যস্তমুখর দিন পার করছে। কেউবা ভাই-বোনের জন্য, কেউবা নতুন বিবাহিত স্ত্রীকে ভোটার করাতে, আর কেউবা আত্বীয় স্বজনদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার লক্ষে কাগজপত্র নিয়ে দৌড়ঁঝাপের দৃশ্য চোখে পড়ে। ২৮ এপ্রিল সকাল দশটার দিকে ঈদগাঁও ইউনিয়ন পরিষদে প্রবেশ করলে নর-নারীদের উপচেপড়া ভীড় যেন লক্ষ্য নীয়। পরিষদে দায়িত্বশীলদের সাথে কথা বলাও মহামুসকিল হয়ে পড়েছে। ভোটার হতে আসা লোকজনকে নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে হরেক রকমের কাগজ জোগাড়ে।
ভোটার প্রত্যাশী ঈদগাঁওর মাইজ পাড়ার আবু হানিফ,আশিক,রাজিত,ছানী,মুবিনরা জানান, ভোটার তালিকায় নাম অন্তভূর্ক্ত করণ যে এতই কষ্ট তা আগে জানতান না। প্রয়োজনীয় কাগজ সংগ্রহে হিমশিম পড়তে হচ্ছে বেশ কয়েকদিন ধরে। তার পর ভোগান্তিতো আছেই। আবার দুয়েক ভোক্তভোগী এই প্রতিবেদক ক্ষোভের ভাষায় জানান,এত কষ্টের বিনিময়ে তের ধরনের কাগজ সংগ্রহ করার পরে ওর্য়াড় ভিক্তিক তথ্য সংগ্রহকারীর কাছে জমা দিয়ে ফরম চাইলে, তারা ফরম শেষ হয়েছে বলে জানায়। এতে নতুন ভোটার প্রত্যাশীদের মাঝে হতাশার কালো ছায়া বিরাজ করছে।
মন্তব্য করুন