কক্সঃ৭১ রিপোর্ট
কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম জুন-২০১৯ মাসের সার্বিক কর্মকান্ড বিবেচনায় চট্টগ্রাম রেন্ঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপারের সম্মাননা পেয়েছেন। বুধবার ১৭ জুলাই পুলিশের চট্টগ্রাম রেন্ঞ্জের ডিআইজি’র কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার) পিপিএম আনুষ্ঠানিকভাবে কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম কে চট্টগ্রাম রেন্ঞ্জের শ্রেষ্ঠ এসপি’র সনদ ও সম্মাননা প্রদান করেন। এসময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশের চট্টগ্রাম রেন্ঞ্জের অতিরিক্ত ডিআইজি গণ চট্টগ্রাম রেন্ঞ্জ কার্যালের অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ ও পুলিশের চট্টগ্রাম রেন্ঞ্জের সকল পুলিশ সুপার উপস্থিত ছিলেন। এর আগে নভেম্বর ২০১৮, জানুয়ারি, মার্চ, এপ্রিল ২০১৯ মাসেও কক্সবাজারের পুলিশ সুপার এ.বি.এম মাসুদ হোসেন বিপিএম সার্বিক কর্মকান্ড বিবেচনায় চট্টগ্রাম রেন্ঞ্জের শ্রেষ্ঠ এসপি’র সম্মাননা পেয়েছিলেন। কক্সবাজারে এসপি হিসাবে যোগদানের ৯ মাসের মধ্যে ৫ মাসে ৫ বার রেন্ঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন। এছাড়া পুলিশের চট্টগ্রাম রেঞ্জের মধ্যে পরপর দুই মাসের অর্থাৎ মে ও জুন ২০১৯ মাসের শ্রেষ্ঠ সার্কেল হয়েছে-কক্সবাজার জেলা পুলিশের (উখিয়া সার্কেল), শ্রেষ্ঠ থানা হয়েছে (মহেশখালী), এবং সার্বিক বিবেচনায় রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ এসআই, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী, শ্রেষ্ঠ ডিএসবি অফিসার সহ কক্সবাজার জেলা পুলিশ আরো ৭টি ক্যাটাগরিতে রেন্ঞ্জের মধ্যে শ্রেষ্ঠত্বের পুরস্কার পেয়েছেন।
মন্তব্য করুন