শিরোনাম :
‘‘বিশ্ব শান্তির জন্য হযরত মুহাম্মদ (সাঃ) এর শিক্ষা ও আদর্শ সর্বাবস্থায় অনুকরণীয়’’ কক্সবাজারে মানবপাচার চক্রের ৪ সদস্য আটক : উদ্ধার ৭ বঙ্গবন্ধু বঙ্গমাতা ফুটবল : চ্যাম্পিয়ন মহেশখালী রানারআপ চকরিয়া বর্ণাঢ্য আয়োজনে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন সাংবাদিক মাহীকে ভুল চিকিৎসা: তত্ত্ববধায়ক মোমিনকে বদলি, তিন সদস্য কমিটি গঠন জেলা সদর হাসপাতালের তত্ত¡বধায়ক ডা: মুমিনের বদলী নতুন আসছেন ডা:মং টিংঞো ৩ কোটি টাকার অবৈধ সম্পদ : ঘোনারপাড়ার নির্মল ধরের বিরুদ্ধে দুদকের মামলা কক্সবাজারে নকল কোর্ট ফি বিক্রি চক্রের ২ জন আটক রোহিঙ্গাদের প্রতিরোধে স্থানীয়দের সর্বাত্মক ভাবে এগিয়ে আসতে হবে সিরাজ আহমদ নাজিরের ২০ তম মৃত্যু বার্ষিকী

আজ পবিত্র আশুরা

রির্পোটার:
  • সংবাদ প্রকাশের সময় : মঙ্গলবার, সেপ্টেম্বর ১০, ২০১৯
  • 238 বার সংবাদটি পড়া হয়েছে

কক্সঃ৭১ রিপোর্ট

১০ মহরম পবত্রি আশুরা আজ। রাসূলে করমি সা:-এর দৌহত্রি ও হজরত আলী রা:-এর পুত্র হজরত ইমাম হুসাইন রা:-এর শাহাদতরে স্মৃতবিজিড়তি দনি আজ। হজিরি ৬১ সনরে এ দনিে ইমাম হুসাইন রা: ইরাকরে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে হজরত মুয়াবয়িা রা:-এর পুত্র ইয়াজদিরে সনোবাহনিীর হাতে সপরবিারে নর্মিমভাবে শাহাদত বরণ করনে। ইসলামরে খলোফত শাসনব্যবস্থার পরর্বিতে রাজতান্ত্রকি শাসন এবং ইসলামী শরয়িতবরিোধী পদক্ষপেরে বরিুদ্ধে বলষ্ঠি প্রতবিাদ করার কারণইে তাকে নর্মিম হত্যাকাণ্ডরে শকিার হতে হয়। এ এক র্মমন্তুদ ঘটনা। মুসলমিদরে জন্য এক শোকাবহ দনি আজ। সারা বশ্বিরে মুসলমানরা প্রতি বছর কারবালার সইে ঘটনাকে নানাভাবে স্মরণ করনে। আজ সরকারি ছুট।ি দবিসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো: আবদুল হামদি ও প্রধানমন্ত্রী শখে হাসনিা বাণী দয়িছেনে।
রাষ্ট্রপতি তার বাণীতে বলনে, কারবালার শোকাবহ ঘটনা আমাদরে অন্যায় ও অত্যাচাররে বরিুদ্ধে সোচ্চার হতে উদ্বুদ্ধ করে এবং সত্য ও সুন্দররে পথে চলার প্ররেণা জোগায়।
প্রধানমন্ত্রী তার বাণীতে বলনে, জাতীয় জীবনে সত্য ও ন্যায় প্রতষ্ঠিার ক্ষত্রেে পবত্রি আশুরা থকেে আমাদরে সব শক্ষিা নতিে হব।ে ‘পবত্রি আশুরা একটি তাৎর্পযর্পূণ দনি। এ দনিটি বশ্বিরে মুসলমানদরে কাছে অত্যন্ত পবত্রি। সত্য ও ন্যায় প্রতষ্ঠিায় তাদরে এ আত্মত্যাগ মুসলমি উম্মাহর জন্য এক উজ্জ্বল ও অনুকরণীয় দৃষ্টান্ত সৃষ্টি করছে।ে’
মূলত আশুরা শব্দটি ‘আশারা’ থকেে এসছে।ে ‘আশারা’ র্অথ দশ। মহরম মাসরে ১০ তারখি এ জন্য আশুরা হসিবেে পরচিতি।
এ ছাড়াও ইসলামরে ইতহিাসে ১০ মহরম আরো অসংখ্য ঘটনার জন্যও তাৎর্পযর্পূণ। বভিন্নি র্বণনা থকেে জানা যায়, এ দনিে হজরত মুসা আ: ফরোউনরে কবল থকেে তার অনুসারীদরে মুক্ত করনে এবং নীল নদে ফরোউন ও তার সনোবাহনিীর ভরাডুবি ঘট।ে তার কৃতজ্ঞতাস্বরূপ এ দনি মুসা আ: রোজা রখেছেলিনে। আখরেি নবী হজরত মুহাম্মদ সা: নজিে এ দনিে রোজা রখেছেনে এবং উম্মতকে এ দনিে রোজা রাখার আদশে দনে। তবে রমজানরে রোজা ফরজ হওয়ার পর রাসূল সা: আর আশুরার রোজা রাখার জন্য কাউকে আদশে করনেনি এবং নষিধেও করনেন।ি র্বতমানে মুসলমিরা নফল হসিবেে আশুরায় রোজা রাখনে। তবে শুধু ১০ মহরম রোজা রাখার পরর্বিতে তার আগরে দনি বা পররে দনি মলিয়িে মোট দুইটি রোজা রাখার কথা হাদসিে এসছে।ে আশুরার দনিে হজরত নুহ আ: মহাপ্লাবনরে পর নৌকা থকেে ভূমতিে অবতরণ করনে বলওে কথতি আছ।ে
কারবালার নৃশংস ঘটনার মধ্য দয়িে ইয়াজদি বাহনিী মানব ইতহিাসে এক কলঙ্কজনক অধ্যায়রে সৃষ্টি কর।ে অন্য দকিে সত্য ও ন্যায়রে জন্য সপরবিারে কোরবানরি এক মহান ইতহিাস সৃষ্টি করনে ইমাম হুসাইন রা:। খলোফত থকেে রাজতন্ত্র চালুর বরিুদ্ধে ইমাম হুসাইন আন্দোলন না করলে হয়তোবা রাজতন্ত্র যে ইসলামরে খলোফত ব্যবস্থার বচ্যিুতি তা মানুষ উপলব্ধইি করতে পারতনে না। তাই ইমাম হুসাইনরে সইে আত্মত্যাগ, সইে আন্দোলন যুগ যুগ ধরে বশ্বি মুসলমিরে জন্য শক্ষিণীয় দৃষ্টান্ত হয়ে থাকব।ে
র্কমসূচি : পবত্রি আশুরা উপলক্ষে গতকাল বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজদিে ‘আশুরার তাৎর্পয ও শক্ষিা’ র্শীষক এক ওয়াজ ও মলিাদ মাহফলি অনুষ্ঠতি হয়। বায়তুল মোকাররমরে সনিয়ির পশে ইসলাম মাওলানা মজিানুর রহমান এতে ওয়াজ করনে। এ ছাড়া আশুরা উপলক্ষে বভিন্নি দল ও সংগঠন মলিাদ, আলোচনাসভাসহ বভিন্নি র্কমসূচি গ্রহণ করছে।ে

নিউজটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই বিষয়ে আরো সংবাদ দেখুন
© All rights reserved © 2021 cox71.com
Developed by WebArt IT