মাহাবুবুর রহমান.
কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসা সেবা আগের অবস্থায় ফিরে এসেছে। সকল সিনিয়র ডাক্তার,ইর্ন্টাণ ডাক্তার,নার্স,কর্মকর্তা,কর্মচারী সবাই খুবই আন্তরিকতার সাথে রোগিদের সেবা দিতে দেখা গেছে। এসে সস্তির নিঃশ^াষ ফেলেছে রোগিরা। আজ শুক্রবার বন্ধের দিনের সকাল ১০ টায় জেলা সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে বিভিন্ন ওয়ার্ডে বেশ কয়েকজন ডাক্তার রোগিদের সেবা দিয়ে যাচ্ছে। এতে বেশ কয়েকজন মেডিকেল কলেজের শিক্ষার্থীদের দেখা গেছে। এছাড়া কর্মচারীরা ধুয়ামুছার কাজ করছে,অনেকে ওয়ার্ডে পরিস্কার পরিচ্ছন্নতার কাজ করছে। বেশির ভাগ নার্স রোগিদের সেবা দিকে দেখা গেছে। এ সময় ভর্তিকৃত বেশ কয়েকজন রোগির সাথে আলাপ কালে জানা গেছে বর্তমান সবাই খুবই আন্তরিকতার সাথে সেবা দিয়ে যাচ্ছে এতে তারা খুবই সন্তুষ্ট। একই সাথে রোগিদের দাবী ডাক্তাররা সমাজ এবং রাষ্ট্রের সম্মানিত ব্যাক্তি তাদের প্রাপ্প সম্মান তাদের দিতে হবে। জোর করে কিছু আদায় করা যায়না। মূলত হাসপাতালে অনেক স্থানীয় রোগির স্বজন অহেতুক ডাক্তারদের সাথে খারাপ ব্যবহার করে অযাচিত ঘটনার জন্ম দেয়।
মন্তব্য করুন