মাহাবুবুর রহমান
রবিবার রাত পর্যন্ত অবিক্রিত রয়ে গেছে অসংখ্য গরু। আর এসব গরু নিয়ে বিপাকে পড়েছে ব্যবসায়িরা। অনেকে অর্ধেক দামে গরু বিক্রি করতে চাইলে পাচ্ছেনা ক্রেতা। তাই এসব গরু নিয়ে পথে পথে ঘুরছে বেশির ভাগ গরু বিক্রেতারা।রবিবার রাত ৮ পর্যন্ত শহরের খুরুশকুল রোড়,খরুলিয়া বাজার,কাডির মাথা বাজার,রামু বাজার সহ অনেক বাজারে হাজার হাজার গরু অবিক্রিত রয়ে গেছে বলে জানা গেছে। এতে যারা ঘরের গরু বিক্রি করতে এনেছে তারা কিছুটা চিন্তা মুক্ত থাকলেও যারা পূজি খাটিয়ে গরু কিনে ব্যবসা করতে এসেছে তাদের অনেককে কান্না করতেও দেখা গেছে। এদের মধ্যে অনেকে আগে যে গরু ১ লাখ টাকা দাম চাইছিল সেই গরু এখন ৭০ হাজার টাকা দিয়ে বিক্রি করতে রাজি হলেও গ্রাহক পাচ্ছেনা বলে জানান তারা।তবে ক্রেতাদের দাবী গরু বিক্রেতারা যদি আগেই দাম ধরে না রেখে গরু ন্যায্য দামে বিক্রি করলে কোরবানী দাতারা আরো সুন্দর ভাবে বেশি করে কোরবানী দিতে পারতো। কোরবানী নিয়ে এভাবে ব্যবসা করা ঠিকনা।
মন্তব্য করুন