কক্সঃ৭১ রিপোর্ট
কক্সবাজারের অন্যতম মাদক নিরাময় কেন্দ্র ফিউচার লাইফ এর পরিচালক শহরের বাহারছড়ার কৃতি সন্তান জসিম উদ্দিন কাজল আর্ন্তজাতিক মৈত্রি এ্যাওয়ার্ড ২০১৯ লাভ করেছেন। ভারতের কলকাতায় অনুষ্টিত এক অনাড়ম্বর অনুষ্টানে তিনি এ পদক গ্রহন করেন। ১২ জুলাই শুক্রবার ভারতের কলকাতায় পশ্চিম বঙ্গ সরকারের সহযোগিতায় সৃজন বার্তা সংহতি উৎসব-২০১৯ এর আয়োজনে কলকাতা বেহালা শরৎ সদন প্রেক্ষাগৃহে অনুষ্টিত বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশে মাদক নিরাময় এবং সমাজ সেবার জন্য বিশেষ অবদান সরুপ জসিম উদ্দিন কাজলকে এ সম্মাননা দেওয়া হয়। এতে বাংলাদেশ এবং ভারতের আরো বেশ কয়েকজন গুনি ব্যাক্তিকে বিভিন্ন ক্যাটাগরিতে সম্মাননা প্রদান করা হয়। উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় সংসদ শ্রীমতি মালা রায়,বিশেষ অতিথি ছিলেন পশ্চিম বঙ্গ সরকারের বিদ্যূৎমন্ত্রী শ্রী শোভনদেব চট্ট্রোপাধ্যায়,অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোরে চেয়ারম্যান কলকাতা পৌরসংস্থা শ্রী মানিক লাল,কলকাতা পৌর সংস্থার মেয়র দেবাশীষ কুমার,সংগীত শিল্পী শুভেন্দুমাইতি,আবৃত্তি শিল্পী শোভন সুন্দর বসু সহ গন্যমান্য ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশিত হয়।
এক প্রতিক্রিয়ায় ফিউচার লাইফের পরিচালক জসিম উদ্দিন কাজল বলেন,বাংলাদেশ সরকার বর্তমানে মাদকের বিরুদ্ধে বেশ জুরালো ভুমিকার রাখছে এটা অনেক আগে হওয়া উচিত ছিল। কিন্তু যারা মাদকাসক্ত হয়ে পড়েছে তাদের জন্য সরকারের কোন কার্যকর পদক্ষেপ নেই আমি আহবান জানাবো। মাদক নির্মূলের পাশাপাশি মাদকাসক্তদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে সরকার উদ্দোগ নেবে।
মন্তব্য করুন