কক্সঃ৭১ রিপোর্ট
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দ ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কমিয়ে আনা হয়েছে। এই মন্ত্রণালয়ে জন্য এবার প্রস্তাব করা হয়েছে ১ হাজার ৪৮৫ কোটি টাকা। যা গতবারের সংশোধিত বাজেটের তুলনায় ১৩ কোটি টাকা কম।
আগের অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ ছিল ১ হাজার ৪৯৮ কোটি টাকা। এবারের বাজেটে বাফুফেকে আলাদা করে দেয়া হয়েছে ২০ কোটি টাকা। এই অর্থ ব্যয় করা হবে সারাদেশের বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতা ও অনুষ্ঠান আয়োজন এবং প্রতিভাবান খেলোয়াড় খুঁজে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ প্রদানের জন্য। বাফুফে অবশ্য ৩০ কোটি টাকা বরাদ্দ চেয়েছিল এই অর্থবছরের জন্য। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি কোনো টাকা চায়নি। এর বাইরে অন্য ক্রীড়া ফেডারেশনগুলো আগেই যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিজেদের বাজেট চাহিদা জমা দিয়েছে।
মন্তব্য করুন