মাহাবুবুর রহমান.
১২ আর্ন্তজাতিক নার্স দিসব উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা বলেছেন নার্সরাই হচ্ছে চিকিৎসা সেবার প্রাণ। কারন একজন ডাক্তার চিকিৎসা লেখা পর্যন্ত রোগির সাথে থাকে কিন্তু একজন নার্স সার্বক্ষনিক রোগির পাশে থাকে। গবেষনায় দেখা গেছে বেশির ভাগ খেত্রে রোগির সুস্থতা নির্ভর করে নার্সদের সেবাসুশ্রাসার উপর। নার্সদের ভাল আচরণ রোগিকে মানসিক ভাবে শক্ত করে। তাই নার্সদের সরকার গুরুত্ব দিয়ে তাদের চাকরী দ্বিতীয় শ্রেণীতে উন্নতী করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি থাকাকালে নার্সদের প্রাতিষ্টাকিক কাজের স্বীকৃতি দিয়েছিল আর উনার যোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা নার্সদের দ্বীতিয় শ্রেণীতে উন্নীত করেছে। তাই কোন আবেগ অনুভুতি দিয়ে নয় পেশার প্রতি সম্মান রেখেই রোগিদের সেবা করবে বলে শপথ নেন নার্সরা। গতকাল রবিবার সকাল সাড়ে ৯ টায় কক্সবাজার নার্সিং ইনস্টিটিউট থেকে এক বণার্ঢ্য র্যালী দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে এক আলোচনা সভা জেলা সদর হাসপাতালের হল রুমে অনুষ্টিত হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের কক্সবাজার জেলা সভাপতি দৌলতুন্নেছা বেগম। এ সময় বক্তব্যে তিনি বলেন,নার্স একটি মহানপেশা সাধারণ মানুষ যখন সারা দিনের কাজ শেষে ঘুমিয়ে পড়ে নার্সরা তখনো জেগে থেকে রোগিদের সেবা করে। যে কোন প্রাকৃতিক দূর্যোগ বা কোন জরুরী মুহুর্তে নার্সদের কোন বিরতী নেই। তাই নার্সদের কাজের উপযুক্ত পরিবেশ তৈরি করার আহবান জানান তিনি। এতে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ও জেলা বিএমএ সভাপতি ডাঃ পুচনু।ৎ আরো উপস্থিত ছিলেন জেলা সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ মহিউদ্দিন,ডাঃ নিধান পাল,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহীন আবদুর রহমান,ডাঃ শাহাজাহান এবং ইর্ন্টান চিকিৎসক বৃন্ধ ছাড়াও উপ সেবা তত্বাবধায়ক গোলাপী ফুলেন্তনু,নার্সিং সুপারভাইজার অঞ্জলি রায় চৌধুরী,চম্পক রায় চৌধুরী,সিনিয়র স্টাফ নার্স লাসেনু,চম্পা থাপা,জাহেদুল ইসলাম,রাশেদুল ইসলাম,সাইফুল ইসলাম,গায়ত্রি চক্রবর্তি,রুপালী শর্মা,ঝর্না রানী ধর,খুকু মজুমদার,সাজেদা আক্তার,রুমা আকতার সহ নার্সিং কর্মকর্তরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন